Advertisment

Viral Video: প্রবল গরমে অমানুষিক পরিশ্রম, এক-একটি ইট যেন সংসারের দায়িত্বের বোঝা!

ভিডিওতে, এক ব্যক্তিকে একবারে ১০-১২ টি ইট নয় বরং ২৮ টি ইট একবারে মাথায় তুলে নিয়ে জোগাড় মিস্ত্রির কাজ করতে দেখা যাচ্ছে। তার সাহসিকতা অনেক মানুষকে পরিশ্রম করতে অনুপ্রাণিত করছে!

author-image
IE Bangla Web Desk
New Update
Viral

প্রবল গরমে অমানুষিক পরিশ্রম

Trending Video: পেটের খিদে মানুষকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করে। কিছু মানুষের পরিশ্রম সত্যি চোখে জল এনে দেয়। স্রেফ দুবেলা দুমুঠো খাবার জোগার করতে পরিবারের ভরণপোষণের জন্য প্রচণ্ড গরমেও কঠোর পরিশ্রম করতে পিছপা হয় না কিছু মানুষ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখে অনেকেই চোখের জল ফেলেছেন। ভিডিওতে, এক ব্যক্তিকে একবারে ১০-১২ টি ইট নয় বরং ২৮ টি ইট একবারে মাথায় তুলে নিয়ে জোগাড় মিস্ত্রির কাজ করতে দেখা যাচ্ছে। তার সাহসিকতা অনেক মানুষকে পরিশ্রম করতে অনুপ্রাণিত করছে!

Advertisment

এই ভিডিওটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল @pascalinfratech থেকে পোস্ট করা হয়েছে। এর ক্যাপশনে লেখা ছিল- আপনি যদি মনে করেন আপনার জীবন খুব কঠিন তাহলে চিন্তা করুন এই মানুষটির কী অবস্থা। খবর লেখা পর্যন্ত পোস্টটি ৩৩ মিলিয়ন (তিন কোটির বেশি) ভিউ এবং ১৪ লাখ লাইক পেয়েছে। যেখানে ১৬ হাজারেরও বেশি ব্যবহারকারী শ্রমিকের সাহস ও পরিশ্রমের বিষয়ে তাদের মতামত জানিয়েছেন।

আরও পড়ুন : < Viral Video: চোখ জুড়ানো শিল্পকর্ম, এমনটা আগে কখনও দেখেন নি, অবাক করবে এই আর্টওয়ার্ক, দেখুন ভিডিও! >

কয়েক সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, নির্মাণস্থলের শ্রমিকরা মাথায় ইট নিয়ে যাচ্ছেন। এই শ্রমিকদের মধ্যে একজন তার মাথায় এত ইট তুলে নেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। অনেক ব্যবহারকারী শ্রমিকের কঠোর পরিশ্রম দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন। ভিডিও দেখে নেট ইউজাররা বলেছেন, এটা স্রেফ ইট নয়, দায়িত্বের বোঝা বহন করছেন ওই ব্যক্তিটি। অপর এক ব্যবহারকারী লিখেছেন- আপনার যা আছে তা নিয়ে খুশি থাকতে শিখুন।

Viral Video viral Trending News
Advertisment