Advertisment

মহিলা পুলিশকর্মীর চোখে ধরা দিতে চোর হতেও রাজি, সোশ্যাল মিডিয়াতেও দাপট দেখাল 'উইনার্স' বাহিনী

কলকাতা 'উইনার্স' টিমের এক মহিলা পুলিশকর্মী সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল

author-image
IE Bangla Web Desk
New Update
Lady police of special all-women squad of Kolkata police viral on social media

'উইনার্স', কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত প্রমীলা বাহিনী। অতন্দ্র প্রহরী হয়ে, দিনরাত শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে চষে বেড়ান ওঁরা। বিশেষ করে মহিলাদের সুরক্ষা প্রদান করাই এই বাহিনীর লক্ষ্য। শহরের রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে এই মহিলা টহলদারি বাহিনীর জুড়ি মেলা ভার। কলকাতা পুলিশের গর্ব এই বিশেষ 'উইনার্স', টিম।

Advertisment

এর মধ্যেই কলকাতা 'উইনার্স' টিমের এক মহিলা পুলিশকর্মী সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছেন। কেউ কেউ সরাসরি ওই মহিলা পুলিশ কর্মীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশের পাশাপাশি, ওই মহিলা পুলিশ কর্মী কোথায় পোস্টিং তা নিয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন।

অনেকে তো আবার বিনা হেলমেটে ওই পুলিশ কর্মীরা হাতে ধরা পড়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। সন্দীপ ঘোষ নামের এক সোশ্যাল মিডিয়া ইউজার সরাসরি নিজেকে চোর বলে দাবি করে ওই মহিলা পুলিশ কর্মীর হাতে গ্রেফতার হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছেন কলকাতা পুলিশের 'উইনার্স’ টিমের এই মহিলা পুলিশ কর্মী।

kolkata police viral
Advertisment