New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_26cab3.jpg)
নির্বাচনী উত্তাপের মাঝে এমন পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক।
নির্বাচনী উত্তাপের মাঝে এমন পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক।
<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে Newschecker.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>
রাহুল গান্ধীকে ভারতীয় রাজনীতির 'নায়ক' বলে উল্লেখ, কংগ্রেস নেতাকে প্রশংসায় ভরালেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, এমনই এক পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
দেশ জুড়ে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে চতুর্থ দফা নির্বাচন। রাজনৈতিক উত্তাপের মাঝে বারে বারেই মোদী তাঁর নির্বাচনী বক্তৃতায় কংগ্রেস নেতাকে তুলোধনা করেছেন। মুসলিম তোষণ, ধর্মের নামে সংরক্ষণ একাধিক ইস্যুতে নিয়ে কংগ্রেসের যুবরাজকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল পোস্ট ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
যেখানে দাবি করা হয়েছে লালকৃষ্ণ আদবানি রাহুল গান্ধীকে ভারতীয় রাজনীতির নায়ক বলে উল্লেখ করেছেন। নির্বাচনী উত্তাপের মাঝে এমন পোস্ট ঘিরে শুরু হয় বিতর্ক। এরপরই পোস্টের সত্যতা খুঁজতে আসরে নামে তদন্তে Newschecker.in
এদিকে Fact check করে এরকম কিছুই মেলেনি। এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।
যখন News checker এই পোস্টটির ফ্যাক্ট চেক করে তখন দেখা যায় যে আদবানি রাহুল গান্ধীকে নিয়ে এমন কোন মন্তব্যই করেন নি। সোশ্যাল মিডিয়ায় আদবানির নাম জড়িয়ে ভুয়ো দাবি করা হয়েছে।
<এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে Newschecker.in, যা অনলাইনে ভুল তথ্য এবং ডিপফেক ভিডিও শনাক্তকরণে Shakti collective-এর অংশ>