প্রয়াত লতা মঙ্গেশকর। একটানা বেশ কিছুদিন মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার সকালেই তাঁর মৃত্যু সংবাদে গোটা দেশে শোকের ছায়া। সুরের সম্রাজ্ঞীর প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার।
Advertisment
কোটি কোটি গুণমুগ্ধের পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ একের পরক এক শীর্ষ ব্যক্তিত্ব লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। ৯২ বছর বয়সে চিরঘুমে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। দীর্ঘ সাত দশকের সঙ্গীত জীবনে গেয়েছেন ৩০ হাজারেরও বেশি গান। অতুলনীয় এই কৃতিত্ব স্বরূপ গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন তিনি।
৩৫টিরও বেশি ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। বাংলাতেও দুশোর বেশি গান গেয়েছেন তিনি। লতা মঙ্গেশকর সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ ছিলেন। এবং প্রায়ই তাঁর পোস্ট তিনি ভাগ করে নিতেন তাঁর অনুগামীদের সঙ্গে।
একনজরে দেখে নেওয়া যাক, লতাজি’র শেষ সোশ্যাল মিডিয়ার করা পোস্টগুলি। সমাজকর্মী সিন্দুতাই সাকপালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লতা মঙ্গেশকর ৪, জানুয়ারি ২০২২ টুইটারে তাঁর শেষ পোস্ট করেন।
তাতে তিনি লেখেন, "আমি অনাথের মা এবং মহান সমাজসেবী সিন্ধুতাই সাপকালের মৃত্যুর খবর শুনে গভীরভাবে দুঃখিত হয়েছি। তার মৃত্যু সমাজের এক অপরিসীম ক্ষতি। তিনি দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ঈশ্বর যেন তাঁকে শান্তি দেন। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি”।
এবার দেখে নেওয়া যাক মহান গায়িকার শেষ ইন্সটাগ্রাম পোস্ট।
প্রবীণ গায়িকা তার শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ১ লা জানুয়ারি,২০২২-এ শেয়ার করেছিলেন। এই পোস্টটি তিনি তাঁর প্রয়াত বাবা দীনানাথ মঙ্গেশকরকে উৎসর্গ করে করেছিলেন। এই পোস্টের মাধ্যমে মহান গায়িকা তাঁর বাবার স্মৃতিচারণা করেন। দেখে নিন বিরল সেই মুহূর্ত।