"কে ফোন করছে বাবেশ বলে...?" সোশ্যাল মিডিয়া তোলপাড় এই বাবেশ সুপ্রিমেসি নিয়ে। Laughtersane অর্থাৎ নিরঞ্জনের শেষ ভিডিওর কনটেন্ট ঘিরে জোরালো চর্চা। এর আগে 'মিষ্টি বাপি' পরে 'বেবস' থেকে 'বাবেশ', আইডিয়া পাচ্ছেন কোথা থেকে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে আড্ডায় জানালেন স্রষ্টা।
Babesh/ বাবেশ এই আইডিয়াটা কোথা থেকে এল?
আইডিয়াটা বলতে পারো, কিছুই না আমি যখন স্ক্রিপ্ট লিখছিলাম তখন মনে হচ্ছিল কীভাবে উচ্চারণ করলে ভাল হয়। অথবা আমার না যদি উচ্চারণ করত তাহলে কীভাবে করত। প্ল্যানিং টা এখান থেকেই এসেছিল। কিন্তু, যদি বলো আইডিয়াটা। মৈনাক ( তাঁর বন্ধু ) এর সঙ্গে আমার একটি ছবি ছিল। সেটা একদিন পপ আপ করে একটি মেসেজ, তারপরই আমার মা প্রথম সেদিন মৈনাককে দেখে। ওটা থেকেই দুমড়ে মুচড়ে এটা বানানো।
এই যে মিষ্টি বাপি, বাবেশ... তোমার মা কি রিয়াকশন দেন?
আসলে জানো তো, আমি মা বাবার সঙ্গে থাকি না। তাই ভিডিও দেখে তাঁদের রিয়াকশন কী হয় এটা সামনে থেকে কোনোদিন দেখি নি। ওটা মিস করি খুব। তবে, আমার পেশা এবং কাজ নিয়ে ওরা খুব গর্বিত। বাড়ি গেলে, কিংবা ফোনে কথা বললে বুঝতে পারি ওরা বেশ খুশি।
তোমার কি মনে হয়, আমাদের আগের জেনারেশনের খুব অসুবিধা হয় এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হতে?
অসুবিধা ঠিক নয়। এই শব্দগুলোর বাংলা অর্থ আছে। তাঁরা আগে হয়তো শুনেছেন। কিন্তু আমাদের জেনারেশন ইংরেজিতে বেশি বিশ্বাস করে। তাঁদের কাছে শব্দটা নতুন, অর্থটা না। কিছুটা তো সময় লাগবেই..
মিষ্টি বাপি এতটা সাফল্য পাবে আশা করেছিলে?
সত্যিই বলি? এটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না। মিষ্টি বাপি আমি একবার বলেছি। গোটা স্ক্রিপ্টে ছিলই না। সুগার ড্যাডির জায়গায় মিষ্টি বাপি শব্দটা ফ্লোতে এসেছিল। তারপর যখন দেখলাম, যে মানুষ দারুণ ভালবাসা দিলেন, তখন ভাবলাম একটা গোটা এপিসোড করা যাক।
বাবেশ নিয়ে আর কটা এপিসোড করার ইচ্ছে আছে?
প্রথমে ইচ্ছেই ছিল না। ( হাসি ).... আমি তো ভাবিও নি মানুষ পছন্দ করবেন এটা। তবে, হ্যাঁ একই বিষয় নিয়ে ভিডিও বানানোর ইচ্ছে নেই। এতে বিষয়টা ঘেঁটে যাবে। একঘেয়ে হয়ে গেলে তখন সমস্যা। নতুন কিছু নিয়েই কাজ করব। শেষ তো বানালাম মিষ্টি বাপি আর বাবেশকে মার্জ করে।
নিরঞ্জনের ওপর নাকি মেয়েরা পাগল হয়ে যাচ্ছে শুনলাম?
কী বলছ! ( হাসি )... আমি জানি না কী উত্তর দেব। তবে হ্যাঁ, আমি প্রথমে খুব চাপে ছিলাম যে মেয়েরা আমায় গ্রহণ করবে কিনা। আমি যেভাবে সবকিছু অনুভব করি, সবকিছু ভাবি। কিন্তু ঈশ্বরের কৃপায় আমি দেখলাম মেয়েদের আমার প্রতি ভালবাসা আরও বেড়ে গিয়েছে। আমি ভাবতেও পারি নি এটা হয়ে গেল। কত মানুষ যে আমায় আমার মোট করেই গ্রহন করেছেন।
তোমায় যদি কেউ বলে নিজের কাছের মানুষকে বাবেশ বলে ডাকতে, ডাকবে নাকি না?
হাহা! অবশ্যই ডাকব, কেন না! আমি তো ডাকবো কিন্তু এটাও বলব গোটা কলকাতা শহরের কাপলদের একে অপরকে বাবেশ বলে ডাকা উচিত।