New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/viral-4.jpg)
ভিডিও মাঝে পাশ থেকে শোনা যায়, বেজায় চটে রয়েছেন স্ত্রী। বউকে রাগাতে এই খুনসুটি মন কেড়েছে সোশাল মিডিয়ার।
ছোট করে লক্ষ্মী পুজো করছে বউ। আর সেই পুজোকে নিয়ে খুনসুটি করছে স্বামী। তাঁর মূল লক্ষ্য লক্ষ্মী পুজোতে বউকে রাগানো। পুজো শেষে লক্ষ্মী ঠাকুর কীভাবে তার বাড়িতে প্রবেশ করেছে তা ভিডিও করেন স্বামী। সেই ভিডিও আবার সোশাল মিডিয়াতে শেয়ারও করেন। অগত্যা এমন এক হাসির ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশাল মিডিয়ায়। আর এদিকে হেসে লুটোপুটি খায় নেট নাগরিকরা।
স্বামী প্রথমেই জানায় যে তার বউ ছোট করে পুজো করেছন এবং তিনি দেখাতে চান তাঁর বাড়িতে কীভাবে লক্ষ্মী ঠাকুর প্রবেশ করেছেন। ভিডিও করার সময় স্বামীকে বলতে শোনা যায়,"মূল দরজায় লক্ষ্মীর পা রাখার পর এক লাফে লক্ষ্মী ঠাকুর সিড়িতে উঠে পরেন। তারপর বেশ কয়েকটা সিড়ি টপকে এক লাফে ঘরে, সেখান থেকে সোজা ঠাকুর ঘরে, সেখানে পা রাখার আগে লক্ষ্মী ঠাকুর নাকি নেলপলিশ পরে ছিলেন। তারপর পুজো শেষে এক লাফে রান্না ঘরে চালের ড্রামের কাছে পৌঁছান লক্ষ্মী ঠাকুর। চাল দিয়েছে না নিয়েছে তা নিয়ে অবশ্য কনফিউজড স্বামী। তারপর লক্ষ্মীঠাকুর নাকি জানলা দিয়ে উড়ে চলে গেছেন"।
ভিডিও মাঝে পাশ থেকে শোনা যায়, বেজায় চটে রয়েছেন স্ত্রী। বউকে রাগাতে এই খুনসুটি মন কেড়েছে সোশাল মিডিয়ার।