Advertisment

শাবকের সঙ্গে খুনসুটি, মা-সন্তানের মিষ্টি সম্পর্ক ভাইরাল  

মা চিতা এবং শাবকের মধ্যে এই প্রেমের এই ভিডিও দেখে ব্যবহারকারীদের হৃদয় জুড়িয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Leopard Cub, Amazing Video of Leopard Cub, Shocking Video of Leopard Cub, Hatke Khabar, Khabren Zara Hatke, latest tending Video of Leopard Cub, trending Video of Leopard Cub on twitter, trending Video of Leopard Cub on facebook, trending Video of Leopard Cub on instagram, trending Video of Leopard Cub on youtube,

জঙ্গলের মাঝখানে মায়ের সঙ্গে খুনসুটিতে মেতে চিতাবাঘের ছানা। ভয়ংকর বন্যপ্রাণীটির বিরল ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি চিতাবাঘের ছানাকে মায়ের সঙ্গে খেলতে মজা করতে দেখা যায়। ভিডিও দেখে অবাক নেটিজেনরা।

Advertisment

সাধারণত চিতাবাঘের নানান ভিডিও প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যার অধিকাংশই শিকারের। মা চিতাবাঘের সঙ্গে শাবকের এমন প্রেমের সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় বিরল। যে কোনও সাধারণ মানুষের মতো, একটি মহিলা চিতাবাঘকেও তার সন্তানকে ভালবাসায় ভরিয়ে দিতে দেখা গেছে।  

ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। যা টুইটারে পোস্ট করেছেন আইএএস অফিসার এমভি রাও তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চিতাবাঘের বাচ্চা তার মায়ের পেটের ওপরে উঠে খেলায় মত্ত। বাচ্চাকে এভাবে খেলতে দেখে তার মাও তার সঙ্গে খুনসুটি শুরু করে ।

চিতাবাঘ এবং শাবকের মধ্যে এই প্রেমের এই ভিডিও দেখে ব্যবহারকারীদের হৃদয় জুড়িয়ে গিয়েছে। খবরটি লেখা পর্যন্ত ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ২৫ হাজারেরও বেশিবার দেখা হয়েছে এবং ভিডিওটির প্রতি প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্যবহারকারীরা এটিকে চমৎকার ও বিস্ময়কর বলে বর্ণনা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং লিখেছেন যে তিনি সারা দিন এটি দেখতে বাধ্য হয়েছেন। অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন এবং লিখেছেন যে মায়ের ভালবাসা বিশ্বের সেরা

viral
Advertisment