দুলকি চালে বিচারপতির বাংলোতে চিতার প্রবেশ, সাক্ষাৎ যমরাজকে দেখে থরহরি কম্প দশা পুলিশকর্মীর

বিচারপতির বাসভবনের দায়িত্বে থাকা পুলিশকর্মী ঘটনার ভিডিও লেন্সবন্দী করেন। পরে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

বিচারপতির বাসভবনের দায়িত্বে থাকা পুলিশকর্মী ঘটনার ভিডিও লেন্সবন্দী করেন। পরে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Leopard entered in high court judge bungalow, Leopard in high court judge bungalow, Leopard in judge bungalow, Viral video, trending video, Leopard attack video, Leopard video, Leopard video viral, Leopard viral video"

দুলকি চালে বিচারপতির বাংলোতে চিতার প্রবেশ, চোখের সামনে সাক্ষাৎ যমরাজকে দেখে থরহরি কম্প দশা পুলিশকর্মীর

হামেশাই লোকালয়ে চিতা আগমনের নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয়। এবার সরাসরি বিচারপতির বাংলোতে এসে হাজির হলেন চিতা। এমনই ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিচারপতির বাসভবনের দায়িত্বে থাকা পুলিশকর্মী ঘটনার ভিডিও লেন্সবন্দী করেন। পরে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

জবলপুরের ডুমনা রোডে অবস্থিত হাইকোর্টের বিচারপতির বাংলোতে হঠাৎ চিতাবাঘের ঘোরাঘুরি দেখেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ভিডিও ভাইরালও হচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় ৪ ফুট লম্বা একটি সুস্থ চিতাবাঘ বাংলোর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। বাংলোর নিরাপত্তার দায়িত্বে থাকা  গার্ড চিতাবাঘের ভিডিও করেছেন।  পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, খামারিয়া, ডুমনা থেকে পাচপেধি এবং জবলপুরের ঠাকুর তাল পর্যন্ত এলাকা চিতাবাঘের প্রাকৃতিক আবাসস্থল। ক্রমাগত শিকারের ফলে চিতাবাঘের সংখ্যা কমে গেলেও সাম্প্রতিক বছরগুলিতে চিতাবাঘের সংখ্যা বেড়েছে। এ কারণেই পোষা প্রাণী এবং পথ কুকুরের মত প্রাণীকে সহজে শিকার করতেই তারা বনাঞ্চল ছেড়ে জনবসতির কাছাকাছি চলে আসছে।  

এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই এলাকায় মাঝে মধ্যে চিতাবাঘ হানা দেয়। বিচারপতির বাসভবনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা রয়েছে। চিতাবাঘ যাতে জনবসতি তে প্রবেশ না করে তার জন্য পুলিশের পক্ষ থেকে বনবিভাগকে সতর্ক করা হয়েছে।

viral