দিন কয়েক আগেই হাইওয়েতে এক সাইকেল আরোহীর ওপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতা। সেই ঘটনা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এবার যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে হাইওয়েতে একটি প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগেছে একটি চিতাবাঘের। মারাত্মক ভাবে জখম হয় চিতাবাঘটি। গাড়ির সামনের অংশ দুমরে মুচরে গিয়েছে। আর সেই ভাঙা চোরা অংশেই আটকে ছিল চিতার পা।
অনেক চেষ্টা করেও চিতাটি কিছুতেই সেখান থেকে বেরোতে পারছিল না। গাড়ির ড্রাইভার গাড়িটি সামান্য পেছোতেই চিতাটি সেখান থেকে বেরোতে সক্ষম হয় এবং প্রাণপণে দৌড়ে রাস্তা পেরিয়ে জঙ্গলের দিকে লাফ মারে। IFS আধিকারিক সুশান্ত নন্দা টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন এবং চিতাবাঘটির জখমের একটি বর্ণনা তুলে ধরেছেন। এই ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, চিতাবাঘটিকে খুঁজে বের করে তার চিকিৎসার চেষ্টা চালানো হচ্ছে। গাড়ির ধাক্কায় চিতাটি জখম হয় এবং সেটি মারাত্মক ভাবে ভয় পেয়ে যায়।
টুইটারে এই ভিডিও ভাইরাল হতেই তাতে ১৭ হাজারের বেশি লাইক পড়েছেন। অনেকেই হাইওয়েতে চিতাবাঘের আনাগোনা নিয়ে আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, দুর্ঘটনা রোধে সরকারের উচিৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।