scorecardresearch

লোকালয়ে মৃত্যুফাঁদ! ঘুমের মাঝেই অতর্কিতে চিতার হানা, ভিডিও দেখে চমকে যাবেন

ঘটনার আকস্মিকতায় হতভম্ব নেটিজেন মহল

Leopard attacks street dog,leopard Attack Dog,Leopard attack dog video viral,Leopard,dog,IFS officer,IFS Officer Parveen Kaswan,IFS officer Parveen Kaswan tweet,IFS officer Shares Adorable Video,Amazing Video,Shocking Video,hilarious video,Trending Video,Viral News In Hindi,Viral Video News,Highway,dog sleeping on highway,Leopard video,viral video,viral,video"

বন্যপ্রাণীদের খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে বেরিয়ে আসতে দেখা দেখা যায়। এমন হাড় কাঁপানো ভিডিও এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এখন যে ভিডিও সামনে এসেছে সেই ভিডিও দেখে আতঙ্কে গোটা শরীর কাঁপতে শুরু করবে। ভাইরাল এই। ভিডিওতে দেখা যাচ্ছে নিশ্চিন্তে লোকালয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছেন এক ব্যাক্তি হটাৎ করেই পিছন থেকে অতর্কিতে হানা দেয় এক চিতা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যাক্তির ঠিক পিছনেই ঘুমিয়ে ছিল এক কুকুরছানা। চিতা বাঘটি ওই কুকুরটিকে শিকারের জন্য টার্গেট করে। মুহূর্তেই মুখে ধরে কুকুরছানা কে নিয়ে লোকালয় ছেড়ে পালিয়ে যায় চিতাবাঘ। ঘটনার আকস্মিকতায় ঘুম ভেঙে যায় ওই ব্যক্তির। চোখের সামনে ওই হাড় কাঁপানো দৃশ্য থেকে তিনি কথা হারিয়ে ফেলেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন IFS আধিকারিক পারভীন কাসওয়ান। লক্ষ লক্ষ ভিউয়ের সঙ্গে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লোকালয়ে এমন মৃত্যুফাঁদ দেখে ঘটনার আকস্মিকতায় হতভম্ব নেটিজেন মহল

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Leopard in action on side of busy pune nashik highway