New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-264.jpg)
ভিডিওটি দেখে বেশ অবাক সকলেই।
গাছ থেকে লাফিয়ে পড়ে দুমড়ে মুচড়ে জলদানবকে বেনজির আক্রমণ চিতার। শিউরে ওঠার মত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ভিডিওতে একটি চিতাবাঘকে গাছ থেকে লাফিয়ে নদীতে সাঁতার কাটতে থাকা কুমিরের উপর ঝাঁপিয়ে পড়তে দেখা যায়, চোয়াল ধরে টেনে জল থেকে কুমিরটিকে বের করে চিতাটি। তারপর……
চিতা বা কুমির, উভয়ই হিংস্র শিকারী প্রাণী। দুই প্রাণির মধ্যে লড়াইয়ের মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুর্দান্ত ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে, ভিডিওতে একটি চিতাবাঘকে কুমির শিকার করতে দেখা যায়।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি চিতাবাঘ গাছ থেকে লাফিয়ে জলে থাকা কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়ছে। তাকে আক্রমণ করে চোয়াল ধরে জল থেকে টেনে নিয়ে আসে চিতাটি।
এই ভিডিওটি ইনস্টাগ্রামে __the__wyld নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ২০ হাজারের বেশি লাইক পেয়েছে। লোকেরা ভিডিওটিতে প্রচুর মন্তব্যও করছেন। চিতাবাঘের শিকারের দক্ষতার প্রশংসাও করেছেন নেটিজেনরা। ভিডিওটি দেখে বেশ অবাক সকলেই।