New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_bd9857.jpg)
ভিডিওতে গ্রামের কিছু লোককে চিতাবাঘের সঙ্গে এমনভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে যেন সেটি চিতা নয়, পোষা কুকুর। এর পেছনে রয়েছে এক অদ্ভুত কারণ।
ভিডিওতে গ্রামের কিছু লোককে চিতাবাঘের সঙ্গে এমনভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে যেন সেটি চিতা নয়, পোষা কুকুর। এর পেছনে রয়েছে এক অদ্ভুত কারণ।
ভিডিওতে গ্রামের কিছু লোককে চিতাবাঘের সঙ্গে এমনভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে যেন সেটি চিতা নয়, পোষা কুকুর। এর পেছনে রয়েছে এক অদ্ভুত কারণ।
জঙ্গলে হাতি, নেকড়ে, সিংহ, খরগোশ, হরিণ নানান প্রাণী দেখা গেলেও নেকড়ে, অথবা চিতার মত হিংস্র প্রাণীকে সামনে দেখলে মানুষের যেন দম বন্ধ হয়ে আসে। কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখার পর আপনিও এক মুহূর্তের জন্য অবাক হয়ে যাবেন। ভিডিওতে গ্রামের কিছু লোককে চিতাবাঘের সঙ্গে এমনভাবে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে যেন সেটি চিতা নয়, পোষা কুকুর। এর পেছনে রয়েছে এক অদ্ভুত কারণ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে আপনি দেখতে পাবেন যে গ্রামের কিছু লোককে চিতাবাঘের সঙ্গে হাঁটতে দেখা যাচ্ছে। অনেকেই চিতার পিঠে এমন ভাবে আদর করছে যেন সে পোষা প্রাণী। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে mwanaa_bishop নামের একটি পেজ। ভিডিওটি শেয়ার করার সময় ব্যবহারকারী বলেছেন, 'এই চিতাবাঘটি মহারাষ্ট্রের একটি গ্রামে একটি মদের ভাটিতে ঢুকে আকন্ঠ মদ্য পান করে। এর পরই চিতাবাঘটি তার আসল স্বভাব ছেড়ে একেবারে শান্ত হয়ে যায়।'
খবর লেখা পর্যন্ত ভিডিওটিতে লাইক দিয়েছেন ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- এটা শুধু ভারতেই হতে পারে। অপর ব্যবহারকারী লিখেছেন- চিতাও নিশ্চয়ই ভাবছে যে কোথায় গিয়ে আটকে পড়েছে।