New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-340.jpg)
ক্লিপে গ্রামবাসীদের চিতাবাঘের কাছে সেলফি তুলতে দেখা যায়
ক্লিপে গ্রামবাসীদের চিতাবাঘের কাছে সেলফি তুলতে দেখা যায়
ক্লিপে গ্রামবাসীদের চিতাবাঘের কাছে সেলফি তুলতে দেখা যায়
চিতাবাঘকে দেখেই উত্তেজিত গ্রামবাসীরা উত্তেজিত, সেলফি থেকে পিঠে চড়া বাদ গেল না কিছুই। আর এই ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অনেক সময় খাবারের সন্ধানে বন্য প্রাণীরা জনবহুল এলাকায় ঢুকে পড়ে। এমন ঘটনা প্রায়ই আসে সংবাদ শিরোনামে। আবাসিক এলাকায় চিতাবাঘ দেখা নতুন কিছু নয়। বিশেষ করে মধ্যপ্রদেশে এমন ঘটনা বেশি দেখা যায়। এমন ঘটনা প্রতিদিনই সামনে আসছে। এখন সোশ্যাল মিডিয়ায় দুটি ভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। একটি ভিডিওতে গ্রামবাসীদের চিতার সঙ্গে সেলফি তুলতে দেখা যাচ্ছে। অন্যদিকে অপর একটি ভিডিও সামনে এসেছে যেখানে চিতাবাঘের পিঠে চড়তে দেখা যায় গ্রামবাসীদের।
এই ঘটনার দুটি ভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে। টুইটারে একটি ক্লিপ পুনরায় পোস্ট করে (এখন x) IFS পারভীন কাসওয়ান লিখেছেন – 'প্রাণীটিকে খুব দুর্বল এবং চিন্তিত দেখাচ্ছে'। ক্লিপে গ্রামবাসীদের চিতাবাঘের কাছে সেলফি তুলতে দেখা যায়। অন্যদিকে, আরেকটি ভিডিও শেয়ার করেছেন (@SanjayLohani76) নামের একজন ব্যবহারকারী। তিনি লিখেছেন – গ্রামবাসীরা একটি অসুস্থ চিতাবাঘকে গ্রামে দেখে তার পিঠে উঠে বসার চেষ্টা করেন। বন দফতরের উদ্ধারকারী দল চিতাবাঘটিকে জঙ্গল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।