টকটকে লাল আকাশ, তীব্র গতিতে ছুটে আসছে বালির ঝড়

বালির ঝড়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে আঁতকে উঠছে নেট নাগরিকরা।

বালির ঝড়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে আঁতকে উঠছে নেট নাগরিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সোমবার পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ছুটে যায় বালির ঝড়। বিশাল প্রাচীরের আকারে ছুটে আসা বালির ঝড়ের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে আঁতকে উঠছে নেট নাগরিকরা। বালির ঝড়ে থমকে গিয়েছে পশ্চিম আফ্রিকার জনজীবন।

Advertisment

অনলাইনে শেয়ার করা অনেক ভিডিওতে দেখা যাচ্ছে, লালচে আকাশ, ধূলিকণায় ঢেকে গিয়েছে ঘরবাড়ি এবং বিল্ডিংয়ের কয়েক শত মিটার উপর দিয়ে আসছে বালির ঢেউ। দ্য এক্সপ্রেসের বিবরণ অনুসারে শুকনো মরসুমে পশ্চিম আফ্রিকাতে বালির ঝড় খুবই সাধারণ বিষয় হয়ে উঠেছে। ঝড়ের পরে লালচে আকাশের ছবি সাম্প্রতিককালে ভাইরাল। কেউ কেউ একে ‘প্রলয়ের আকাশ' বলেও অভিহিত করেছেন।

দেখুন ভিডিও...

Advertisment

Read the full story in English

viral viral news