New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/result-1.jpg)
"এক নম্বরের জন্য ১২ ক্লাস পাশ করে গিয়েছিলাম। সে রেজাল্ট আজ আর কাজে লাগে না। তাই ফলাফল খারাপ হলে সেটা সমালোচনা করে ছাত্রছাত্রীদের নিচু দেখাবেন না"।
বোর্ড পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তার শেষ থাকে না। পরীক্ষার্থীর থেকেও অভিভাবক আত্মীয় স্বজনদের বোর্ড পরীক্ষার রেজাল্ট নিয়ে এত ভাবনা চিন্তা থাকে যা বলার অবকাশ রাখে না। কিন্তু এই বোর্ড পরীক্ষার ফলাফল আগামী জীবনে কাজে লাগে না বলে দাবি করেছেন আইএএস অফিসার নিতীন সাঙওয়ান। তিনি নিজের রেজাল্ট সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে, রসায়নে ২৪, ও পদার্থ বিজ্ঞানে ৩৩ পেয়েছিলেন। অঙ্ক সহ বাকি বিষয়ে ৭০ এর চেয়ে একটু বেশি। আজ তিনি সফল আইএএস অফিসার। তাই তিনি জানিয়েছেন, জীবনের কাছে বোর্ড পরীক্ষার ফলাফল কিছুই না।
In my 12th exams, I got 24 marks in Chemistry - just 1 mark above passing marks. But that didn't decide what I wanted from my life
Don't bog down kids with burden of marks
Life is much more than board results
Let results be an opportunity for introspection & not for criticism pic.twitter.com/wPNoh9A616
— Nitin Sangwan, IAS (@nitinsangwan) July 13, 2020
আইএএস অফিসার জানিয়েছেন, "এক নম্বরের জন্য ১২ ক্লাস পাশ করে গিয়েছিলাম। সে রেজাল্ট আজ আর কাজে লাগে না। তাই ফলাফল খারাপ হলে সেটা সমালোচনা করে ছাত্রছাত্রীদের নিচু দেখাবেন না"।
Read the full story in English