বন্যপ্রেমের ভারী মাসুল, হাড়হিম করা ভিডিও দেখে চোখ কপালে  

লোকটি সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য বেশ কয়েকবার চেষ্টাও করেছিল।

লোকটি সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য বেশ কয়েকবার চেষ্টাও করেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral News, Viral News Hindi, Viral News Hindi Today, Video Viral News, Video Viral, Trending News, Trending News Hindi, Trending News In Hindi, Viral, Viral Video, Viral news, Lion Attack Man, Lion Attack Viral Video, Lion Attack Video Viral, Lion Video Viral, Lion Viral Video,

বন্য প্রাণিদের নিয়ে ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হয়। অনেক সময় এমন কিছু ভিডিওও দেখা যায়, যাতে মানুষ নিজেই নিজের বিপদ ডেকে আনেন। এখন এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে এক ব্যক্তি সিংহকে পোষা প্রাণী ভেবে বড় মূল্য দিয়েছেন।

Advertisment

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লোকটি নির্ভয়ে সিংহের কাছে বসে তার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করেন। কিন্তু সিংহের এই বিষয়টি একেবারেই নাপসন্দ। সিংহ সঙ্গে সঙ্গেই নিজের জায়গা থেকে উঠে ওই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ল। লোকটি সিংহের আক্রমণ থেকে বাঁচার জন্য বেশ কয়েকবার চেষ্টাও করেছিল।

আরও পড়ুন: < রতন টাটার সর্বক্ষণের ছায়াসঙ্গী, চেনেন এই যুবককে? >

Advertisment

সিংহটি যখন ওই ব্যক্তিকে আক্রমণ করার চেষ্টা করছিল, তখন সেখানে আরও কয়েকজন উপস্থিত ছিল। সিংহের গলায় চেন চেপে ধরে আটকানোর চেষ্টা করল। এর সঙ্গে সঙ্গে এই ভিডিওটি শেষ।

আপাতত ওই ব্যক্তির সঙ্গে পরবর্তীতে কী হয়েছিল সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। যদিও একজন ব্যবহারকারীর দাবি, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এই ভিডিওটি তাদের জন্য একটি সতর্কবাণী যারা বিপজ্জনক প্রাণীদের সঙ্গে মজার সেলফি তোলার চেষ্টা করেন। ভিডিওতে একজন মন্তব্য করেছেন বন্য প্রাণীদের দূরে থাকুন কারণ তাদের একটি আক্রমণই একজন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে যথেষ্ট।

viral