জঙ্গল সাফারি পছন্দ করেন না এমন মানুষ হাতে গোনা। জঙ্গল সাফারিতে গিয়ে হাড়হিম অভিজ্ঞতার অনেকে ভিডিও সোশ্যাল মিডিয়ায় এর আগে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে এবার যে ভিডিও সামনে এসেছে তা দেখে মুহূর্তের জন্য ভুল হবে আপনার। রাস্তার মাঝেই হাত-পা ছড়িয়ে শুয়ে রয়েছে একটি সিংহ। একঝলক দেখে মনে হবে সিংহটি হয়ত মারা গিয়েছে। কিন্তু ভাল করে দেখলে বোঝা যাবে অতিরিক্ত খাওয়ার ফলে নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে সিংহটি।
Advertisment
প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে একটি জিরাফকে শিকার করে সেটিকে সাতদিন ধরে একটু একটু করে খেয়েছিল সিংহটি। তার প্রকাণ্ড এক জিরাফকে খাওয়ার ফলেই পেট ফুলে ঢোল। নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে সে।
ভাইরাল এই ভিডিও ক্লিকটি ১ লা নভেম্বরে X হ্যান্ডেলে @Rainmaker1973 নামের একটি হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সিংহ প্রচুর পরিমাণে মাংস খেতে পারে। একটা পুরুষ সিংহ দিনে ৭ কেজি পর্যন্ত মাংস খেতে পারে। কিন্তু সিংহ যদি একটানা ৭ দিন ধরে একটা জিরাফকে খায়, তাহলে ফল এমনটাই হয়।’
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। ১৩ মিলিয়নের বেশি ভিউ এবং ৪৫ হাজারের বেশি লাইক পেয়েছে ভিডিওটি। যেখানে ৬ হাজার ব্যবহারকারী এটি রিশেয়ার করেছেন। কেউ কেউ লিখেছেন, দেখে মনে হচ্ছে সিংহটি মারা গিয়েছে। কেউ লিখেছেন 'বেশি খেলে আমাদেরও একই হাল হয়'।