New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-213.jpg)
সিংহটি এমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে যাতে ঘাম ছুটেছে ওই ব্যক্তির।
ঘুম থেকে জানলার দিকে তাকাতেই চক্ষু চড়কগাছ, জানলার বাইরে দাঁড়িয়ে হিংস্র সিংহ। ভেবে দেখুন, আপনি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চা বানাতে গিয়ে দেখলেও জানলার ওপারে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে সিংহ বাবাজি। নিঃসন্দেহে এমন দৃশ্য দেখে আপনার শিরদাঁড়া দিয়ে রক্তের ঠান্ডা স্রোত বইতে শুরু করবে। এমনই ঘটনার সাক্ষী থেকেছেন এক ব্যক্তি। সকালে ঘুম থেকে উঠে সে তার রান্নাঘরের জানালা খুলতেই তেড়ে এল হিংস্র সিংহ। যা দেখে কার্যত চোখ কপালে ওই ব্যক্তির।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে সিংহটিকে জানালার কাছে দাঁড়িয়ে রান্নাঘরে উঁকি দিচ্ছে। যেন কাছে পেলেই চিবিয়ে খেয়ে ফেলবে। সিংহ এমন ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে তাতে ঘাম ছুটেছে ওই ব্যক্তির।
A man wakes up and finds a lion looking at him through his window pic.twitter.com/YF4HcCvI6X
— Animal Smackdown (@animalsmack) June 26, 2023
এই ভিডিওটি অবাক করার মতো। ভিডিওতে দেখা গেছে যে ব্যক্তিটি সিংহকে একেবারেই ভয় পাচ্ছেন না। পুরো ভিডিও জুড়ে তিনি শান্ত ছিলেন। কিন্তু এই ভিডিওটি দেখার পর ব্যবহারকারীরা নিশ্চিতভাবেই অবাক হয়েছে। একজন ব্যবহারকারী বলেছেন, 'অসাধারণ! আপনি এবার কি করবেন? অপর একজন ব্যবহারকারী বলেছেন, সাবধান 'সিংহটি ক্ষুধার্ত'।