New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-106.jpg)
যদি সেই ব্যক্তিটি আপনি হতেন, এই পরিস্থিতিতে আপনি কী পদক্ষেপ নিতেন?
ঘাড় ঘোরাতেই চোখের সামনে সাক্ষাৎ যমদূত। গোটা শরীর জুড়ে শুরু হল শিহরণ। কী করবেন ভেবে পেলেন না তিনি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে নেটিজেনদের।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানান মজার সামগ্রী ভাইরাল হয়। তবে কিছু কিছু শিউরে ওঠার মত ভিডিও আমাদের চমকে দেয়। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। মাত্র ১২ সেকেন্ডের এই ভিডিও দেখে শিরদাঁড়া দিয়ে রক্তের ঠান্ডা স্রোত বইতে শুরু করবে। আনন্দ মাহিন্দ্রা তার টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, 'যদি সেই ব্যক্তিটি আপনি হতেন, এই পরিস্থিতিতে আপনি কী পদক্ষেপ নিতেন।'
ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গল সাফারির সময় এক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ছবি তুলতে ব্যস্ত। এমন সময় তিনি একপাশে ফিরে কোন কিছু পর্যবেক্ষণ করছিলেন। ঘাড় ঘোরাতেই চোখ কপালে। সামনে দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের রাজা সিংহ। এমন সময় ওই ফটোগ্রাফারের গলা শুকিয়ে আসে। গোটা শরীর জুড়ে শিহরণ শুরু হয়। গাড়ির হাতল ধরে সেখান থেকে ওঠার চেষ্টা করেন তিনি। এমন সময় ভিডিওটি শেষ হয়।
If you were that man:
1) What would your first thought be?
2) What would your first action be?
pic.twitter.com/UGLw4m2yBf— anand mahindra (@anandmahindra) June 10, 2023
এখন পর্যন্ত দেড় কোটি বার দেখা হয়েছে ভিডিওটি। ভিডিওটি লাইক করেছে হাজার হাজার ইউজার। পোস্টটি শেয়ার করেছেন অসংখ্য মানুষ। একজন ব্যবহারকারী প্রতিক্রিয়ায় লিখেছেন, 'আমি চিৎকার করে উঠতাম’। আরেক ব্যবহারকারী লিখেছেন, 'ভগবানকে স্মরণ করা ছাড়া আর কোন রাস্তা নেই’।