পর্যটকের গাড়িতে ঝাঁপিয়ে পড়ল সিংহ, দেখুন তারপর কী হল

ক্রিমিয়ার সাফারি অ্যাডভেঞ্চার পার্কের মধ্যে দিয়েই যাচ্ছিল একটি পর্যটক বাহী গাড়ি, হঠাৎই একটি সিংহ ঝাঁপিয়ে পড়ল তাঁদের ওপর। এরপর যা হল, শুনলে অবাক হবেন।

ক্রিমিয়ার সাফারি অ্যাডভেঞ্চার পার্কের মধ্যে দিয়েই যাচ্ছিল একটি পর্যটক বাহী গাড়ি, হঠাৎই একটি সিংহ ঝাঁপিয়ে পড়ল তাঁদের ওপর। এরপর যা হল, শুনলে অবাক হবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
lion-snuggle-tourist-safari-759 (2)

দেখুন সিংহর সারপ্রাইজ।

ক্রিমিয়ার সাফারি অ্যাডভেঞ্চার পার্কের মধ্যে দিয়েই যাচ্ছিল একটি পর্যটক বাহী গাড়ি, হঠাৎই একটি সিংহ ঝাঁপিয়ে পড়ল তাঁদের ওপর। এরপর যা হল, শুনলে অবাক হবেন। না, আহত হননি কেউই। বরং তাঁদের জড়িয়ে ধরে গুটিশুটি মেরে একেবারে বিড়ালের মতোই শুয়ে পড়লেন সিংহ মামা।  যাকে বলে একেবারে সারপ্রাইজ।

Advertisment

আরও পড়ুন: রোগীর ব্যবহারোপযোগী হুইল চেয়ার বানিয়ে জেমস ডায়সন সম্মান পেল দিল্লি আইআইটির দুই পড়ুয়া

দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন আরেকদল পর্যটক। তাঁরাও উপস্থিত ছিলেন ধারেকাছেই। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। দেখুন ঠিক কীভাবে নিজের এলাকায় পর্যটকদের স্বাগত জানালেন সিংহ মামা।

Advertisment

viral