scorecardresearch

মহিষের পাল থেকে বাঁচার জন্য গাছের ডালে আশ্রয় সিংহের, ভিডিও দেখে হেসে খুন নেটিজেনরা

মহিষের পাল থেকে প্রাণ বাঁচাতে সিংহ গাছে চড়েছে এই দৃশ্য আজ পর্যন্ত কখনও দেখেছেন বলে মনে করতে পারছেন না নেটিজেনরা।

মহিষের পাল থেকে বাঁচার জন্য গাছের ডালে আশ্রয় সিংহের, ভিডিও দেখে হেসে খুন নেটিজেনরা
মহিষের পাল থেকে বাঁচার জন্য জঙ্গলরাজ সিংহকে একটি গাছে উঠে ঝুলে থাকতে দেখা যাচ্ছে

সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে, তার মধ্যে এমন অনেক ভিডিও আছে যেগুলি আমাদের হাসতে বাধ্য করে। তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় যেখানে দেখা যাচ্ছে মহিষের পাল থেকে বাঁচার জন্য ‘জঙ্গলরাজ সিংহকে’ একটি গাছে উঠে ঝুলে থাকতে দেখা যায়। এমন ভিডিও দেখে স্বাভাবিক ভাবেই হেসে খুন নেটিজেনরা।

ইন্সটাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওটি আফ্রিকার একটি জঙ্গলে শুট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একদল মহিষ গাছের নীচে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে। মহিষের পাল থেকে বাঁচার জন্য, একটি সিংহ গাছে উঠে ঝুলে রয়েছে। এমন বিরল ভিডিও দেখে অবাক নেটিজেনরা। সাধারণ ভাবে সিংহের আক্রমণের মুখে পালাতে দেখা যায়, মহিষের দলকে। কিন্তু মহিষের পাল থেকে প্রাণ বাঁচাতে সিংহ গাছে চড়েছে এই দৃশ্য আজ পর্যন্ত কখনও দেখেছেন বলে মনে করতে পারছেন না নেটিজেনরা।

ভিডিও ভাইরাল হতেই তা ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই প্রায় ৫০ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে এই ভিডিও। সেই সঙ্গে ২৩ হাজারের কাছাকছি লাইক পড়েছে এই ভিডিওতে। আপনিও দেখুন এই মজার ভিডিও। আর কেমন লাগল তা জানাতে ভুলবেন না!

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Lion tries to escape herd of buffaloes by clinging to a tree video goes viral