scorecardresearch

লাইভ শো চলাকালীন খাঁচা ভেঙে বাইরে সিংহ, মুহূর্তেই শোরগোল, ভিডিও ভাইরাল

এরপর সিংহদের বাইরে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়

viral video,trending Video,Lion Video, sher ka video, lion video, latest lion video, lion in circus, china circus viral video, lion escaped from circus, shocking video, live show, live performance, circus love show, china news, social media,

লাইভ শো চলাকালীন খাঁচা ভেঙে বেরিয়ে এল দুটি সিংহ! হাড়হিম ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা। সিংহগুলি খাঁচা থেকে বেরিয়ে আসতেই সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাটি চিনের। সার্কাস চলাকালীন খাঁচা ভেঙে বেরিয়ে এল দুটি সিংহ! প্রাণভয়ে ছূট লাগালেন দর্শকরা। একেবারে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা! সার্কাসে খেলা দেখাতে দেখাতে হঠাৎ করেই খাঁচায় থাকা দুটি সিংহ দরজা ভেঙে লাফিয়ে বেরিয়ে পড়ে। পরে সেখানে উপস্থিত অধিকাংশ মানুষ ভয়ে পালিয়ে যায়। আর সেই হাড়হিম ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে, দেখা যাচ্ছে কীভাবে সিংহগুলি তাদের খাঁচা থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকরা চিৎকার করে উঠল। একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে  জানান, রিংয়ের দরজা ঠিকমতো বন্ধ না থাকাতেই ঘটে বিপত্তি। এরপর সিংহদের বাইরে রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়, তবে এক ঘণ্টার মধ্যে সিংহ দুটিকে ধরে খাঁচায় ফিরিয়ে আনা হয়।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, পশু অধিকার কর্মীদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও এমন ঘটনা নিয়ে সরব হয়েছেন।ঘটনাটি সম্পর্কে মন্তব্য করে, ব্রিটেনের প্রাণী কল্যাণ সংস্থা রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস বলেছে, “সার্কাসে প্রাণীদের নিয়ে খেলা দেখানোর তীব্র নিন্দা করছি”।  

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Lions escaped from circus