কামড়ে ধরছে সিংহের দল, বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচল জিরাফ, দেখুন ভিডিও

সিংহের দলের সঙ্গে জিরাফের এমন লড়াইয়ের ভিডিও সামনে আসতেই তা দেখে মুগ্ধ নেটিজেনমহল।

সিংহের দলের সঙ্গে জিরাফের এমন লড়াইয়ের ভিডিও সামনে আসতেই তা দেখে মুগ্ধ নেটিজেনমহল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জিরাফের ওপর হামলে পড়ছে সিংহের দল

বন্য প্রাণীর ভিডিও এমনিতেই আমাদের সকলেরই খুব পছন্দের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে এক জায়গায় জড়ো হয়ে সিংহের দল একটি জিরাফকে আক্রমণ করছে। ভিডিওতে দেখা গিয়েছে একটুও আতঙ্কিত না হয়ে অদ্ভুত বুদ্ধিমত্তায় সেই জিরাফটি সেই সিংহের দলকে প্রতিহত করছে। আর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই ভিডিওটি ২ কোটির বেশি ভিউ হয়েছে।

Advertisment

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি জিরাফকে একা পেয়ে তাকে শিকারে পরিনত করতে উঠে পড়ে লেগেছে একদল সিংহ। পিছন থেকে একের পর সিংহ জিরাফকে আক্রমণ করার চেষ্টা করছে। জিরাফটি পিছনের দিকে পা ছুঁড়ে একের পর এক সিংহকে লাথি মেরে দূরে সরিয়ে দিচ্ছে। বেশ কয়েকবারের চেষ্টা ব্যর্থ হতেই পিছু হটতে বাধ্য হয় সিংহের দল।

Advertisment

এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই এই ভিডিওটি ২ কোটি বারের বেশি দেখা হয়েছে অজস্র লাইক এবং কমেন্টে ভরে উঠেছে এই ভিডিও। নেটিজেনরা জিরাফের এমন সাহসিকতায় মুগ্ধ হয়েছেন। সিংহের দলের সঙ্গে জিরাফের এমন লড়াইয়ের ভিডিও সামনে আসতেই তা দেখে মুগ্ধ নেটিজেনমহল।

Lions try to attack giraffe