New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-69.jpg)
যানজটে অতিষ্ঠ বাবা। নিজেই সন্তানের হাতে তুলে দিলেন গাড়ির স্টিয়ারিং। সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও।
যানজটে অতিষ্ঠ বাবা। নিজেই সন্তানের হাতে তুলে দিলেন গাড়ির স্টিয়ারিং। সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও।
যানজটে অতিষ্ঠ বাবা। নিজেই সন্তানের হাতে তুলে দিলেন গাড়ির স্টিয়ারিং। সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও।
রাস্তার মাঝখানে ছোট শিশুর হাতে গাড়ির স্টিয়ারিং তুলে দিলেন বাবা, ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। যানজটে অতিষ্ঠ বাবা। নিজেই সন্তানের হাতে তুলে দিলেন গাড়ির স্টিয়ারিং। সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও। ভিডিও নিয়ে মানুষ নানা মন্তব্য করছেন।
শিশুদের দেখভালেন দায়িত্ব বাবা-মা'র। বিশেষ করে যখন তারা সঠিক ও ভুলের পার্থক্য জানে না। কিন্তু বাবা-মা নিজেরাই যখন তাদের সন্তানদের বিপদে ফেলেন তখন? তাহলে তাদের কে সঠিক ভাবে বাঁচতে শেখাবেন? এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে বাবা ব্যস্ত রাস্তায় তার সন্তানের হাতে গাড়ির স্টিয়ারিং তুলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে এই ভিডিও। এ নিয়ে মানুষ নানা মন্তব্য করছেন।
দেশে কোনো গাড়ি বা মোটর সাইকেল চালানোর ন্যুনতম বয়সসীমা ১৮। এর আগে কাউকে রাস্তায় গাড়ি চালাতে দেখা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। বেঙ্গালুরু থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে একটি ছোট শিশুকে মাহিন্দ্রা থার চালাতে দেখা যাচ্ছে। বেঙ্গালুরুর এক সাংবাদিক এই ঘটনাটি রেকর্ড করেন এবং পুলিশকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
এই ভিডিওটি @sagayrajp নামে একজন সাংবাদিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ আপলোড করেছেন। ভাইরাল হওয়া এই ভিডিওটি এখন পর্যন্ত ৩ লাখেরও বেশি বার দেখা হয়েছে। এ নিয়ে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আসছে।
Dear sir Witnessed a clear violation near MG Road Metro station - a child behind the wheel driving a car. @BlrCityPolice @Jointcptraffic Vehicle no- KA 04 MZ 5757 pic.twitter.com/P8ugJy1xu8
— Sagay Raj P || ಸಗಾಯ್ ರಾಜ್ ಪಿ (@sagayrajp) January 8, 2024