যেন পোষা কুকুর! ভয়ডরহীন ভাবে হিংস্র বাঘকে নিয়ে পায়চারি একরত্তির, দেখুন ভিডিও

ভিডিওটি লাইকও করেছেন ২ হাজারের বেশি মানুষ।

ভিডিওটি লাইকও করেছেন ২ হাজারের বেশি মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
animals video, shocking video, tiger viral video, trending videos, viral videos"

ভিডিওতে একটি শিশুকে হিংস্র বাঘকে হাঁটতে দেখা যাচ্ছে।

পৃথিবীতে এমন মানুষের অভাব নেই যারা প্রাণী এবং বিশেষ করে কুকুর-বিড়ালকে ভালোবাসে। তাদের পোষ্য হিসাবে বাড়িতে রাখেন । কিন্তু কখনও কাউকে বাঘকে পোষ্য হিসাবে রাখতে দেখেছেন?  যদি না দেখে থাকেন তাহলে এমনই একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা মানুষকে চমকে দিয়েছে।

Advertisment

ভিডিওতে একটি শিশুকে হিংস্র বাঘকে হাঁটতে দেখা যাচ্ছে। বাঘের গলায় শিকল বেঁধে রেখে তাকে কুকুরের মত হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছে ছেলেটি। তার সাহস দেখে সকলেই অবাক। ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন বাঘটি কীভাবে আনন্দে ঘুরে বেড়াচ্ছে শিশুটির সঙ্গে যেন বাঘটি বনে চড়ে বেড়াচ্ছে।

nouman.hassan1 নামের আইডি থেকে ভিডিওতি শেয়ার করা হয়েছে, যা এখন পর্যন্ত ৬০ হাজার বার দেখা হয়েছে, একইসঙ্গে ভিডিওটি লাইকও করেছেন ২ হাজারের বেশি মানুষ। তবে এমন দৃশ্য দেখে মানুষ নানা ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন এবং অনেকেই শিশুর এমন কাণ্ড মেনে নিতে পারেন নি। এজন্য অভিভাবকের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ি করেছেন।

viral