Advertisment

যুদ্ধ বন্ধের কাতর আবেদন একরত্তির, ভিডিও ভাইরাল

শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে ছোট্ট মেয়ে লিলি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শান্তি বজায় রাখার আবেদন জানাল ছোট্ট মেয়ে লিলি।

রুশ (Russia) আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন (Ukraine Crisis)। দেশজুড়ে বারুদের গন্ধ। আকাশে পাক খাচ্ছে রাশিয়ার যুদ্ধবিমান। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে চারপাশ। মাথার ওপর দিয়ে উড়ে চলেছে মিসাইল। একের পর এক বহুতল তাসের ঘরের মত ভেঙ্গে পড়েছে। প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিতে হয়েছে সাধারণ মানুষকে। এর মধ্যে যুদ্ধ জোরালো হওয়ার অভাস।

Advertisment

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে এবার পূর্ণ সামরিক সাহায্যের কথা ঘোষণা করেছে জার্মানি। হুশিয়ারি দিয়েছে আমেরিকাও। ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নিতে মরিয়া রুশ প্রশাসন। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে শান্তির বানী শোনাল একটি ছোট্ট মেয়ে। যুদ্ধ নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানিয়েছেন নিজেদের মতামত। এমনিতেও সোশ্যাল মিডিয়া এখন সরগরম যুদ্ধ পরিস্থিতিতে।

এরই মাঝে শান্তি বজায় রাখার আবেদন জানাল ছোট্ট মেয়ে লিলি। তার আবেদন, যুদ্ধ চাইনা, শান্তিতে বাঁচতে চাই। মিষ্টি কণ্ঠে সে জানায়, "আমি পৃথিবীতে শান্তি চাই, পৃথিবীর টুকরো নয়,”। তার এই আবেদন ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

এই আবেদন ভাইরাল হতেই লাখ মানুষ ছোট্ট মেয়ের এই আবেদনের সঙ্গে সহমত পোষণ করেছেন। ভিডিও’র শেষে উচ্ছ্বাসের সুরে বলে ওঠে "যুদ্ধ বন্ধ কর,"। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "আমরা ইউক্রেন এবং ক্ষতিগ্রস্ত সকল নিরপরাধ জীবনের জন্য প্রার্থনা করছি।"

little girls appeal for peace Russia-Ukraine Row
Advertisment