New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/download-39.jpg)
বাদশা’র জুগনু (Jugnu) গানে নেচে সোশ্যাল মিডিয়ায় খড় তুলল একরত্তি এক মেয়ে।
নাচের এই ভিডিও ভাইরাল হতেই ইতিমধ্যেই তাতে প্রায় ২০ লক্ষের বেশি ভিউ হয়েছে
বাদশা’র জুগনু (Jugnu) গানে নেচে সোশ্যাল মিডিয়ায় খড় তুলল একরত্তি এক মেয়ে।
বাদশা’র জুগনু (Jugnu) গানে নেচে সোশ্যাল মিডিয়ায় খড় তুলল একরত্তি এক মেয়ে। এর আগে সেলেব থেকে শুরু করে সাধারণ অনেকেই এই গানের নাচের স্টেপে চ্যালেঞ্জ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও আপলোড করেছেন, তার মধ্যে বেশ কিছু চ্যলেঞ্জ আজও নেটিজেনদের মনে এক আলাদা জায়গা করেছে। আর সম্প্রতি বাদশা এবং নিখিতা গান্ধীর জনপ্রিয় গান জুগনুর তালে নাচতে দেখা গিয়েছে একরত্তি এই মেয়েকে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে Viral হয়েছে খুদের নাচ।
ইন্সটাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওতে দেখা গিয়েছে একটি বাচ্চা মেয়ে স্কুলের পোশাকে জুগনু গানের সঙ্গে নাচের চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তার দারুণ নাচ মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। গানের স্টেপে তার অসাধারণ নাচের স্টাইল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রোজই বাড়ছে লাইকের সংখ্যা।
ডিজে মন্টির দ্বারা ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিও। এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা রয়েছে ‘একটি শিশুর মধ্যে এমন উদ্যম কখনও দেখিনি। মেয়েটির পারফরম্যান্স আমাকে মুগ্ধ করে দিয়েছে। নাচের এই ভিডিও ভাইরাল হতেই ইতিমধ্যেই তাতে প্রায় ২০ লক্ষের বেশি ভিউ হয়েছে সেই সঙ্গে অজস্র লাইক কমেন্টে ভরে উঠেছে এই ভিডিও। অনেকেই বাচ্চা মেয়েটির আত্মবিশ্বাসের তারিফ করেছেন সেই সঙ্গে অনেকেই তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেছেন।