New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/cats-72.jpg)
রাস্তার ধারে বসে একাকী অসহায় বৃদ্ধ, নিজে হাতে বৃদ্ধকে জল খাইয়ে সোশ্যাল মিডিয়ায় মন জিতল একরত্তি
মর্মস্পর্শী এই ভিডিওটি গুডনিউজ মুভমেন্টের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
রাস্তার ধারে বসে একাকী অসহায় বৃদ্ধ, নিজে হাতে বৃদ্ধকে জল খাইয়ে সোশ্যাল মিডিয়ায় মন জিতল একরত্তি
রাস্তার ধারে বসে একাকী অসহায় বৃদ্ধ, নিজে হাতে বৃদ্ধকে জল খাইয়ে সোশ্যাল মিডিয়ায় মন জিতল একরত্তি। ভিডিও ভাইরাল হতেই একরত্তির প্রশংসার ঝড় নেটদুনিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে বসে আছেন একাকী এক অসহায় বৃদ্ধ। বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছেন তিনি। ক্রমাগত বৃদ্ধের হাত কেঁপে চলছে।
বৃদ্ধের করুণ অবস্থা দেখে বাচ্চা মেয়েটি এগিয়ে আসে। নিজের হাতে জল খাইয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নেয়। বৃদ্ধের সামনেই রয়েছে প্লাটিকে মোড়া কিছু খাবার। মেয়েটিকে এভাবে অসহায় বৃদ্ধকে সাহায্য করতে দেখে একরত্তির মহানুভবতায় মুগ্ধ নেটপাড়া। এমন সময়ে এক ব্যক্তিকে এগিয়ে এসে মেয়েটিকে কোলে তুলে নিয়ে সেই স্থান ছেড়ে চলে যেতে দেখা যায়।
মর্মস্পর্শী এই ভিডিওটি গুডনিউজ মুভমেন্টের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামে, ভিডিওটি ১৫ লক্ষের বেশি ভিউ হয়েছে। একই সঙ্গে বেড়েই চলেছে লাইক, কমেন্টের সংখ্যাও।