New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-138.jpg)
মেট্রোতে হঠাৎ হাজির এই ছোট দুর্গা
মাত্র ৪ দিনেই ৩ লাখ ৬৬ হাজারের বেশি লাইক পেয়েছে ভিডিওটি।
মেট্রোতে হঠাৎ হাজির এই ছোট দুর্গা
মেট্রোতে হঠাৎ হাজির এই ছোট দুর্গা… নেটিজেনদের মন জয় করেছে একরত্তি শিশুকন্যা। সম্প্রতি একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে, যাতে একটি ছোট মেয়েকে শাড়ি পরে মেট্রোতে ঘুরতে দেখা যায়।
শুরু হয়ে গিয়েছে দুর্গাপূজার কাউন্টডাউন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এমন পরিস্থিতিতে দুর্গাপূজার আগে মা দুর্গার একটি ঝলক মন করেছে নেটপাড়ার। সম্প্রতি, কলকাতার মেট্রোতে একটি ছোট মেয়েকে দুর্গার সাজে মেট্রোতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হয়ে উঠছে এই ভিডিও। নেটিজেনরা একরত্তি এই শিশুকন্যাকে ছোট দুর্গা বলে ডাকতে শুরু করেছেন।
kolkata_oikkotaan নামে একটি অ্যাকাউন্টে ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিওটিতে, একটি মেয়েকে খুব সুন্দর গোলাপী রঙের সিল্কের শাড়ি পরে কপালে একটি মুকুট পরে চুলে ফুল দিয়ে নিজেকে সাক্ষাৎ দুর্গার সাজে মেট্রোতে ঘুরে বেড়াচ্ছে । ট্রেনে উপস্থিত যাত্রীরা সকলেই ছোট্ট মেয়েটির ছবি ও ভিডিও মোবাইল ক্যামেরায় বন্দী করেন। ভিডিওতে দেখা মেয়েটিকে এর সুন্দর লাগছে যে তার থেকে চোখ সরানো কঠিন হয়ে পড়েছে নেটিজেনদের কাছে। মেয়েটির মিষ্টি হাসিও মানুষের মন জয় করছে।
মাত্র ৪ দিনেই ৩ লাখ ৬৬ হাজারের বেশি লাইক পেয়েছে ভিডিওটি। ভিডিওটিতে মন্তব্য করে একজন ব্যবহারকারী লিখেছেন, 'হাউ কিউট।' অন্য একজন লিখেছেন, 'কি মিষ্টি '। যেখানে তৃতীয়জন লিখেছেন, 'সত্যিই মা দুর্গার মতো দেখতে।' চতুর্থ লিখেছেন, 'ছোটী দুর্গা মা।' অপর একজন লিখেছেন, 'সবচেয়ে সুন্দর দুর্গা মা।'