গনগনে আঁচে রুটি সেঁকছে একরত্তি শিশুকন্যা, জীবন সংগ্রামের সাক্ষী নেটপাড়া

ভিডিওটি দেখে আবেগে ভেসে গিয়েছে নেটিজেনরা।

ভিডিওটি দেখে আবেগে ভেসে গিয়েছে নেটিজেনরা।

author-image
IE Bangla Web Desk
New Update
viral

গনগনে আঁচে রুটি সেঁকছে একরত্তি এক শিশুকন্যা।

গনগনে আঁচে রুটি সেঁকছে একরত্তি এক শিশুকন্যা। সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিও ছড়িয়ে পড়েছে। মুহূর্তেই তা সকলের মন ছুঁয়ে গিয়েছে। যে সময় রান্নাবাটি খেলার সময় সেই সময়’ই উনুনের সামনে বসে পরিবারের সদস্যদের জন্য রুটি করতে ব্যস্ত একরত্তি মেয়েটি।

Advertisment

এই ভিডিওটি লক্ষ লক্ষ মানুষকে অবাক করেছে। রুটি বানানো খুব একটা সহজ নয়।  অনেক মেয়েরাই আজকাল রুটি বানাতে পারেন না।  কিন্তু একরত্তি এই মেয়েটিকে রুটি বানাতে দেখে সকলেই একেবারে অবাক।

ভাইরাল হওয়া এই ভিডিওতে ছোট্ট মেয়েটিকে উনুনের সামনে বসে থাকতে দেখা যায়। গনগনে আঁচে তাকে একের পর এক রুটি সেঁকে নিতেও দেখা যাচ্ছে। ছোট ভাই তার ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

এই ভিডিওটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট prat.hamesh3881 থেকে শেয়ার করা হয়েছে এবং এই ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “দেখুন আমার ছোট বোন কেমন রুটি বানাচ্ছে। খাবেন তো আসুন" অনেক ব্যবহারকারী এই ভিডিওতে মন্তব্য করেছেন।

Advertisment
viral