বাবা-মা’ সকল সন্তানের কাছেই ‘স্পেশাল’। যে কোন মেয়ের জন্য তার বাবা’ই হয় তার জীবনের সব থেকে বড় ‘হিরো’। সন্তানে প্রতিটি ইচ্ছা পূরণ করার ‘আপ্রাণ’ চেষ্টা করেন বাবা। সন্তানের মুখে হাসি ফুটিয়ে আনতে কোন ত্রুটি রাখে না বাবা-মা।
সোশ্যাল মিডিয়ায়, আমরা প্রায়ই বাচ্চাদের নিয়ে নানান মজার ভিডিও দেখতে পাই। সম্প্রতি,এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে একটি মেয়েকে তার বাবার সঙ্গে স্কুটিতে বসে থাকতে দেখা যায়। এমন সময়ে,বাবা মেয়েকে ‘স্কুটি’ চালানোর অনুমতি দেন।এরপর কী হল…! নিজেই দেখুন ভিডিওতে।
ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। এই ভিডিওটি ইনস্টাগ্রামে chhur_bura_ নামের পেজে পোস্ট করা হয়েছে। ভিডিওতে, একটি ছোট মেয়েকে তার বাবার সঙ্গে স্কুটি রাইড উপভোগ করতে দেখা যায়। এই সময় তার বাবা তার মেয়েকে ইশারায় কিছু বলে এবং সে স্কুটির এক্সিলারেটর নিজের হাতে নেয় এবং দ্রুত গতিতে এগিয়ে যায়। যার কারণে মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে চিৎকার করতে থাকে।
বর্তমানে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। খবর লেখা পর্যন্ত এক লাখ ৯০ হাজারের বেশি লাইক এবং প্রায় ১৪ লাখ ভিউ হয়েছে। বাবার সঙ্গে মেয়েকে স্কুটি রাইড উপভোগ করতে দেখে কিছু সংখ্যক ব্যবহারকারী বাবা-মেয়ের এমন সম্পর্ককে বিশ্বের সবচেয়ে মধুর সম্পর্ক বলে বর্ণনা করেছেন।