Advertisment

‘আলোর সন্ধানে’, মেয়ের উদারতা মন ছুয়ে গেল লাখ মানুষের  

ভাইরাল হওয়া একটি ভিডিওতে একটি শিশুকন্যাকে তার অন্ধ বাবা-মায়ের যত্ন নিতে দেখা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Daughter,MUMBAI,parents,viral video

বাবা-মা সর্বদাই তাদের সন্তানের জন্য প্রাণপাত করেন। পরিস্থিতি যেমনই হোক না কেন সন্তানকে সুরক্ষিত ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য বাবা-মায়ের লড়াই জারি থাকে। বাবা-মায়েরা তাদের সন্তানদের জীবনকে আরও ভাল এবং সুন্দর করতে কোন ত্রুটি রাখেন না। সারা জীবন চেষ্টা করেন সন্তানদের সব কিছু দেওয়ার, যা কিছু তাঁরা তাদের জীবনে পাননি। পাশাপাশি সন্তানদেরও বাবা-মায়ের প্রতি কিছু কর্তব্য থেকেই যায়।

Advertisment

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে একটি ছোট মেয়েকে তার প্রতিবন্ধী বাবা-মায়ের সেবা করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ব্যবহারকারীদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। মেয়েটিকে তার বাবা-মায়ের যত্ন নিতে দেখে বেশিরভাগ ব্যবহারকারীর চোখের কোণায় জল। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে একটি শিশুকন্যাকে তার অন্ধ বাবা-মায়ের যত্ন নিতে দেখা যাচ্ছে। ভিডিওতে, স্কুল ইউনিফর্ম পরা একটি ছোট্ট মেয়েকে রাস্তার খাবারের দোকানের কাছে তার অন্ধ বাবা-মায়ের সঙ্গে বসে থাকতে দেখা যায়। তাকে খাবারের দোকানের বাইরে বসে বাবা-মাকে কিছু স্ন্যাকস জাতীয় খাবার খাওয়াতে দেখা যায়। খাওয়ার পর তাকে তার বাবা-মাকে স্টল থেকে হাত ধরে বের হতে সাহায্য করতেও দেখা যায়।

মিথ ইন্দুলকার নামের ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটির মাধ্যমে বলা হয়েছে, অন্ধ হয়েও মেয়েটির বাবা-মা তার চোখ দিয়ে পৃথিবী দেখছেন। ভিডিওটিতে মন্তব্য করার সময় ব্যবহারকারীরা কমেন্ট সেকশনে লিখছেন ‘মেয়ে হতে হয় এমনই’।  ভিডিওটি মুম্বইয়ের বলেই জানা গিয়েছে।

Viral Video Trending News
Advertisment