Advertisment

‘আলোর সন্ধানে’, মেয়ের উদারতা মন ছুয়ে গেল লাখ মানুষের  

ভাইরাল হওয়া একটি ভিডিওতে একটি শিশুকন্যাকে তার অন্ধ বাবা-মায়ের যত্ন নিতে দেখা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Daughter,MUMBAI,parents,viral video

বাবা-মা সর্বদাই তাদের সন্তানের জন্য প্রাণপাত করেন। পরিস্থিতি যেমনই হোক না কেন সন্তানকে সুরক্ষিত ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য বাবা-মায়ের লড়াই জারি থাকে। বাবা-মায়েরা তাদের সন্তানদের জীবনকে আরও ভাল এবং সুন্দর করতে কোন ত্রুটি রাখেন না। সারা জীবন চেষ্টা করেন সন্তানদের সব কিছু দেওয়ার, যা কিছু তাঁরা তাদের জীবনে পাননি। পাশাপাশি সন্তানদেরও বাবা-মায়ের প্রতি কিছু কর্তব্য থেকেই যায়।

Advertisment

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে একটি ছোট মেয়েকে তার প্রতিবন্ধী বাবা-মায়ের সেবা করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ব্যবহারকারীদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। মেয়েটিকে তার বাবা-মায়ের যত্ন নিতে দেখে বেশিরভাগ ব্যবহারকারীর চোখের কোণায় জল। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে একটি শিশুকন্যাকে তার অন্ধ বাবা-মায়ের যত্ন নিতে দেখা যাচ্ছে। ভিডিওতে, স্কুল ইউনিফর্ম পরা একটি ছোট্ট মেয়েকে রাস্তার খাবারের দোকানের কাছে তার অন্ধ বাবা-মায়ের সঙ্গে বসে থাকতে দেখা যায়। তাকে খাবারের দোকানের বাইরে বসে বাবা-মাকে কিছু স্ন্যাকস জাতীয় খাবার খাওয়াতে দেখা যায়। খাওয়ার পর তাকে তার বাবা-মাকে স্টল থেকে হাত ধরে বের হতে সাহায্য করতেও দেখা যায়।

Advertisment

মিথ ইন্দুলকার নামের ইনস্টাগ্রাম পেজে ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটির মাধ্যমে বলা হয়েছে, অন্ধ হয়েও মেয়েটির বাবা-মা তার চোখ দিয়ে পৃথিবী দেখছেন। ভিডিওটিতে মন্তব্য করার সময় ব্যবহারকারীরা কমেন্ট সেকশনে লিখছেন ‘মেয়ে হতে হয় এমনই’।  ভিডিওটি মুম্বইয়ের বলেই জানা গিয়েছে।

Viral Video Trending News
Advertisment