জন্মদিন সেলিব্রেশনে মাতলেন অটিজম-এ আক্রান্ত এক কিশোরী। সেই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আবেগে ভাসল নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে অটিজম আক্রান্ত একটি ছোট্ট মেয়ে অপরিচিত এক ব্যক্তির জন্মদিন উদযাপনে সামিল।
Advertisment
পরিবারের সঙ্গে রেস্তোরাঁয় খেতে আসে এক অটিজম আক্রান্ত কিশোরী। ঠিক সেই সময়ই একদল লোক এক ব্যক্তির জন্মদিন সেলিব্রেট করতে আসেন। বন্ধু এবং পরিবারের সঙ্গে তিনি তার ২৯ তম জন্মদিন সেলিব্রেট করতে রেস্তোরাঁয় হাজির হন। ঠিক কেক কাটার সময় ছোট্ট মেয়েটি তাদের আনন্দের মাঝে সামিল হয়। জন্মদিনের কেক কাটা দেখে আনন্দে আল্পূত হয়ে পড়েন ওই অটিজম আক্রান্ত কিশোরী। ইনস্টাগ্রামে গুডনিউজ মুভমেন্টের তরফে শেয়ার করা ভিডিওতে এমন আবেগঘন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে আপ্লূত নেটিজেনরা। ভিডিওটি এখনও পর্যন্ত ১০ লক্ষের বেশি মানুষ দেখেছেন।
ভিডিওতে, দেখা যায় কেকে কাটার সময় কিশোরী টেবিলের কাছে এসে জন্মদিন উদযাপনে সামিল হয়। মেয়েটিকে আনন্দে হাততালি দিতে দেখা যায়। তারপর সে কেকের উপর রাখা মোমবাতিগুলো নিভানোর চেষ্টা করে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "২৯ তম জন্মদিন উদযাপনের সময়, অটিজম আক্রান্ত এই কিশোরীও জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়ে আনন্দে গা ভাসায়। হাততালি দিয়ে সে তার নিজের উচ্ছ্বাস প্রকাশ করে, যখন সে কেকের ওপর মোমবাতি গুলি নিভিয়ে দেওয়ার চেষ্টা করে তখন মেয়েটির বাবা তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু জন্মদিনের অনুষ্ঠানে হাজির সকলেই মেয়েটির এমন আনন্দে বাঁধা দিতে না করে, মেয়েটিকে তার ইচ্ছানুযায়ী অনুষ্ঠানে সামিল থাকারও কথা বলা হয়। " ভিডিওটি নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গিয়েছে।