সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নাচের একাধিক ভিডিও ভাইরাল হয়। অসাধারণ দক্ষতায় সোশ্যাল মিডিয়ার মানুষজনকে চমকে দেওয়ার প্রচেষ্টায় কেউ’ই কোন খামতি রাখতে চান না। ইন্টারনেটে ভাইরাল হওয়া এমন অনেক রিল এবং নাচের ভিডিও মানুষের মন জয় করে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
সম্প্রতি এমনই এক নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ণ ফেলেছে। Pardesiya Yeh Sach Hai Piya গানের রিমিক্স ভার্সনে নাচতে দেখা যাচ্ছে ছোট ছোট মেয়েদের। তাদের নাচের ধরণ যে কোন পেশাদার শিল্পীকে হার মানাতে বাধ্য। মুহূর্তেই এই নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছোট ছোট মেয়েদের এমন প্রতিভা সত্যিই প্রশংসা করার মত।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে uday_singh_dance নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। এই ভিডিওটি এখন পর্যন্ত ৩৮ মিলিয়নেরও বেশি অর্থাৎ ৩.৮০ কোটি বার দেখা হয়েছে, যেখানে ৪.৯ মিলিয়নেরও বেশি অর্থাৎ ৪৯ লাখ মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন।
ভিডিওটি দেখার পর ইউজাররা কমেন্ট সেকশনে তাদের মন্তব্য জানিয়েছেন। যেখানে একজন ইউজার লিখেছেন, নাচে মুগ্ধ সকলেই’। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, আগুন পারফরম্যান্সের জন্য আপনাদের সকলকে অভিনন্দন’।