New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-177.jpg)
উৎসবের মরসুমে মিষ্টির দোকানে মিষ্টিমুখ টিকটিকির, ভিডিও দেখে গা ঘিনঘিন করবে
সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চমকে উঠেছে নেটিজেনরা।
উৎসবের মরসুমে মিষ্টির দোকানে মিষ্টিমুখ টিকটিকির, ভিডিও দেখে গা ঘিনঘিন করবে
দিওয়ালি হোক অথবা ভাইফোঁটা মিষ্টিমুখ ছাড়া উৎসবের দিনগুলি একেবারে বেমানান। ছোট দোকান থেকে শুরু করে বড় দোকানগুলিতে বিশেষ এই দিনে মানুষের ঢল নামে। তবে সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চমকে উঠেছে নেটিজেনরা। মিষ্টির দোকানে রাখা মিষ্টি চেটে খাচ্ছে টিকটিকি। এমন ভিডিও দেখে মিষ্টির দোকানগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা উঠেছে বড় প্রশ্ন।
পরিচ্ছন্নতার অভাব ও অবহেলার নজির দেখা গেছে ভাইরাল ভিডিওতে। ভিডিওতে টিকটিকিকে মিষ্টি চেটে খেতে দেখা গিয়েছে যা দেখে সকলেই হতবাক। ভিডিওতে দেখা যায়, দোকানে প্রচুর মিষ্টি রয়েছে, কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতার বালাইটুকু নেই। যার কারণে টিকটিকি হামাগুড়ি দিয়ে মিষ্টির কাছে পৌঁছায়।
আসলে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে, শতরপাল সিং নামে এক ব্যবহারকারী একটি মিষ্টির দোকানের একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে দোকানের ভেতরের অবস্থা দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যাবে বিষাক্ত টিকটিকি মিষ্টি দিয়ে মুখ মিষ্টি করছে।