New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/feature-alligator.jpg)
লকডাউন জারি, তাই ঘরবন্দি মানুষ। এমনসময় ভরদুপুরে হঠাত্্ বাগানে খচ খচ আওয়াজ। তার খানিক পড়েই শুরু হল তাণ্ডব। বাগানের জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ। ছুটে বাইরে বেরিয়ে আঁতকে ওঠেন ফার্নেন্দো লোসাডা। বিশালাকার কুমির যে! কোথা থেকে এল? রীতিমত তাণ্ডব করছে সে। ফেসবুকে তিনি কুমিরের একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, বোঝা যাচ্ছিল,প্রচণ্ড রেগে আছে সে।
Advertisment
ঘটনাটি ঘটেছে আমেরিকার সাউথ ক্যারোলাইনার হিল্টন হিড শহরে। বাড়ির বাগানে ঢুকে পড়ে কাছের জলাশয়ে থাকা কুমির। লেজের ঝাপটায় তছনছ করে বাগান।
উদ্ধারকারী দলকে খবর দেন ফার্নেন্দো। তারা এসে অতিকষ্টে কুমিরকে নিয়ে যায়। ভাইরাল সেই ভিডিও...
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us