New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/viral-featuire.jpg)
যেখানে দেখা যাচ্ছে, সামাজিক দূরত্ব মেনে বিয়ে করছে এক যুগল। যে ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
লকডাউন চলছে। এর মধ্যেই বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছে বেশ কিছু নয়া দম্পতি। এদিকে, লকডাউনে দুরত্ব বজায় রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু দুরত্ব রেখে বিয়ে কী করে সম্ভব? সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সামাজিক দূরত্ব মেনে বিয়ে করছে এক যুগল। যে ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক মন্দিরে চলছে বিয়ে। যেখানে মাস্ক পরে রয়েছেন বেশ কিছুজন। বর কনের এবার মালা বদলের সময়। যাতে ছোঁয়া না লাগে সেকারণে লাঠি নিয়ে চলে মালা বদল।
দেখুন ভাইরাল ভিডিও
कुछ ज़्यादा नहीं हो गया ???? pic.twitter.com/dMjrx7MH9H
— Chitra Tripathi (@chitraaum) May 2, 2020