Advertisment

লক্ষ লক্ষ পঙ্গপাল ঢুকছে ভারতে, হামলা চালাচ্ছে সবুজ ক্ষেতে, ভাইরাল ভিডিও

পতঙ্গ মারার বিষ, রাসায়নিক স্প্রে করে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করছেন কৃষকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

”এবার পঙ্গপাল এসে বড়ো ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর ক্ষেতে একটি ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ ক’রে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে”। কিন্তু কাজে ভঙ্গ পড়েছে মাস দুয়েক আগেই। লকডাউনের কারণে বন্ধ ছিল চাষবাস। যেটুকু করা সম্ভব হয়েছিল, তাও সাবাড় করে দিচ্ছে পঙ্গপালের দল। বর্তমানে চাষিদের কপালে ভাঁজ ফেলেছে পঙ্গপালের অত্যাচার। মূলত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের পর রাজস্থানকে আক্রমণ করেছে তিন কিলোমিটার জুড়ে থাকা পঙ্গপাল। সম্প্রতি তারই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

Advertisment

বনদফতরের এক আধিকারিক সুশান্ত নন্দা তাঁর টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিও শেয়ার করেন। তিনি জানিয়েছেন, জয়পুর ও সংলগ্ন এলাকায় সোমবার তাণ্ডবলীলা চালিয়েছে পঙ্গপাল। ২০২০ সালে আর যে কত কী দেখতে হবে তাই নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করেছেন সুশান্ত নন্দা।ঝাঁকে ঝাঁকে উড়ে আসে পঙ্গপাল। শহরের আনাচে কানাচে গিজগিজ করছে এই পোকা। যার কামড়ে অতীষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। পতঙ্গ মারার বিষ, রাসায়নিক স্প্রে করে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা করছেন কৃষকরা।

দেখুন ভাইরাল ভিডিও...

Advertisment