Advertisment

বিলাসিতায় আম্বানির ‘অ্যান্টিলিয়াকেও’ হার মানাবে এই বাড়ি, থাকারই মানুষ নেই…viral  

‘ভূতের উপস্থিতি’ নিয়ে শুরু হয় বিস্তর জল্পনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Photos of a tiny white house, standing all alone on a remote island, are currently going viral online and giving rise to mysterious theories. Dubbed the world's loneliest house,

সকলেরই সাধ থাকে বিলাসবহুল বাড়িতে থাকার। কিন্তু আজ এমন এক বাড়ির কথা সামনে এসেছে, যে বাড়ি তৈরিতে কয়েক কোটি টাকা খরচ হলেও সেই বাড়িতে কেউই থাকেন না। বাড়িটি প্রায় ১০০ বছর ধরে বন্ধ রয়েছে। বিলাসিতায় আম্বানির অ্যান্টিলিয়াকেও ছাড়িয়ে যাবে বাড়িটি। বাড়ির ইন্টেরিয়র ডিজাইনে কোটি কোটি টাকা খরচ হয়। বাড়িতে সুইমিং পুল থেকে শুরু করে রয়েছে বিলাসিতার চরম নির্দশন। বাড়ির চারপাশের পরিবেশ বেশ লোভনীয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। কিন্তু এই বাড়িতে কেউ’ই থাকেন না। ‘বিশ্বের নিঃসঙ্গ’ বাড়ির তকমা পেয়েছে এটি।

Advertisment

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, এটি বিশ্বের এমন একটি বাড়ি, যেটি ১০০  বছর ধরে বন্ধ রয়েছে। কিছু দিন আগে এই বাড়ি সম্পর্কে একটি খবর সামনে এসেছিল। জানা গিয়েছে বাড়িটির নাম Elliðaey। ১৮ থেকে ১৯ শতকের মধ্যে অনেক লোক এই জায়গায় বসবাস করত। বিলাসিতার চাদরে মোড়ানো থাকত এখানকার মানুষের দৈনিক জীবন। কিন্তু কোন এক অজানা কারণে, যারা এখানে বসতি স্থাপন করেছিল তারা ১৯৩০ সালে এই স্থান ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যায়। তারপর থেকে এই বাড়িতে বা আশেপাশে কেউ থাকে না। ‘ভূতের উপস্থিতি’ নিয়ে শুরু হয় বিস্তর জল্পনা।

এই বাড়ি সম্পর্কে কথিত আছে, একসময় এই বাড়িটি এক কোটিপতি শিল্পপতি তৈরি করেছিলেন। কিছু লোক বিশ্বাস করেন বাড়িতে কিছু ধার্মিক লোক বাস করত। বাড়ির ভেতরে রান্নাঘর, ফার্নিচার, ফায়ারপ্লেসসহ আধুনিক সব আসবাবপত্র রয়েছে। আশ্চর্যের বিষয় এই বাড়িতে কেউ থাকতেও আসে না।

viral Trending News
Advertisment