সম্প্রতি টুইটার অ্যাকাউন্ট @Rainmaker1973-এ একটি ভিডিও (টায়ার ছাড়া গাড়ি) পোস্ট করা হয়েছে যাতে একটি অভিনব গাড়ি সকলের নজর কেড়েছে। এই গাড়িটির বিশেষত্ব হল গাড়িটিতে কোন চাকা নেয়। গাড়ির ভিডিও শেয়ার করে লেখা হয়েছে- ‘Lowest Car in the World’ গাড়িটির ডিজাইন আপনাকে অবাক করতে বাধ্য।
Advertisment
প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মানুষ ততই নতুন নতুন উদ্ভাবন সামনে আনছে। একটা সময় ছিল যখন মানুষ শুধুমাত্র প্লেন বা হেলিকপ্টারের সাহায্যে আকাশ থেকে পৃথিবীকে দেখা যেত। এখন প্রযুক্তির আধুনিকীকরণের সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে লেটেস্ট ড্রোন। অনন্য আবিষ্কারের তালিকায় সম্প্রতি উঠে এসেছে একটি গাড়ি, যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এটি 'বিশ্বের সচেয়ে নীচু গাড়ি'। এটা দেখলে আপনার মনে হবে যেন গাড়িটি মাটির ভিতরে অর্ধেক ঢুকে গিয়েছে।
ভিডিওতে দেখা গাড়ির উপরের অংশটি দেখা গেলেও কাঁচের নিচের অংশ, ইঞ্জিনের সামনের বনেট এবং পেছনের অংশ যেখানে লাগেজ রাখা হয়েছে, সে সব কিছুই নেই। শুধু তাই নয়, এই গাড়িটি টায়ার ছাড়াও চলতে পারে। ভিডিওটি ১জুন পোস্ট করা হয়েছে। ভিডিওর শেষে একজন ব্যক্তি যখন গাড়ি থেকে বেরিয়ে আসেন, তখন জানা যায়, ছোট গাড়িটি ভেতর থেকে চালানো হচ্ছিল, এটি চালানোর জন্য রিমোট ব্যবহার করা হচ্ছিল না।
টুইটারে শেয়ার করা গাড়িটির ভিডিওটি ৩ কোটির বেশি ভিউ পেয়েছে এবং ইউটিউবে পোস্ট করা ভিডিওটি ৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে। অনেকেই এই অভিনব আবিষ্কারের প্রশংসা করলেও অনেকেই প্রশ্ন তুলছেন এমন গাড়ির দরকার কী!