New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-156.jpg)
ডাউন-টু-আর্থ লাইফস্টাইলে লাখো মানুষের মন জয়, মা ছুঁয়ে চেয়ে নিলেন আর্শীবাদও
ভিডিওটি ৩ লাখেরও বেশি মানুষ দেখেছেন।
ডাউন-টু-আর্থ লাইফস্টাইলে লাখো মানুষের মন জয়, মা ছুঁয়ে চেয়ে নিলেন আর্শীবাদও
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সম্প্রতি ধোনির এক ভিডিও লাখো মানুষের মন জয় করেছে। আসলে, এমএস ধোনি উত্তরাখণ্ডে তাঁর জন্ম গ্রামে গিয়েছিলেন। যেখানে ক্যাপ্টেন কুলকে তাঁর এক আত্মীয়ের সঙ্গে কথা বলতে দেখা যায়।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে এমএস ধোনি প্রথমে নিজের গ্রামে পৌঁছে সেখানে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এরপর তিনি মহিলার পা ছুঁয়ে আশীর্বাদ নেন। এরপর মহিলা ধোনিকে জড়িয়ে ধরেন। ভাইরাল হওয়া এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে।
बड़ा आदमी बनना अच्छी बात है,
पर अच्छा आदमी बनना बड़ी बात है।pic.twitter.com/pmEflMz3If— उम्दा_पंक्तियां (@umda_panktiyaan) November 16, 2023
এখন পর্যন্ত ভিডিওটি ৩ লাখেরও বেশি মানুষ দেখেছেন। একই সঙ্গে অনেকে এ বিষয়ে তাদের মতামতও দিয়েছেন। এক ব্যবহারকারী পোস্টে মন্তব্য করেছেন, 'মাহির এই স্টাইলই তাকে বিশেষ করে তুলেছে'। আরেক ব্যবহারকারী লিখেছেন, 'ধোনি মন জয় করেছেন।'মহেন্দ্র সিং ধোনি তার ডাউন-টু-আর্থ লাইফস্টাইলের এই ভিডিও নেটিজেনদের মুগ্ধ করেছে।