New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/ie-M-S-Dhoni-signs-on-a-fans-superbike-after-cleaning-it-with-his-T-shirt.jpg)
এমএস ধোনি একজন ভক্তের ট্রায়াম্ফ রকেট মোটরবাইকে স্বাক্ষর করেছেন।
ভিডিওতেই মন জয় ধোনির।
এমএস ধোনি একজন ভক্তের ট্রায়াম্ফ রকেট মোটরবাইকে স্বাক্ষর করেছেন।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সারা দেশে অগণিত ভক্ত রয়েছেন, ভক্তদের সঙ্গে আলাপচারিতার সময় তার নম্র, মার্জিত ব্যবহার সকলের মন কেড়ে নেয়। প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনি প্রায়শই কোনও না কোনও কারণে শিরোনামে আসেন। ২৪-এর আইপিএলে (IPL 2024) ফের মাহি ম্যাজিক দেখা যাবে। এই খবর জানার পর থেকে মহেন্দ্র সিং ধোনির ভক্তদের উত্তেজনা বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় দৌলতে এখন প্রিয় তারকারা কখন কী করেন, কোথায় যান, কী খান সবই মিনিটে মিনিটে জানতে পারেন তাঁদের ভক্তরা। সম্প্রতি তাঁর এক ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে মাহিকে তার এক ভক্তের সুপারবাইকে তার অটোগ্রাফ দিতে দেখা যাচ্ছে। ধোনির নিজেরও বাইকের প্রতি রয়েছে নিবিড় ভালবাসা। অটোগ্রাফের পাশাপাশি ধোনিকে বাইকটি রাইড করতে দেখা যায়। মোটরসাইকেলের ভিসারে সই করার আগে ধোনি তার টি-শার্ট দিয়ে বাইকটি পরিষ্কার করে নেন। আর এই মুহূর্ত মন ছুঁয়ে গিয়েছে অগুণিত ভক্তের।
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "সরলতা দেখুন যে কীভাবে তিনি নিজের টি-শার্ট দিয়ে পরিষ্কার করেনসঅন্য একজন বলেছিলেন “যেভাবে ধোনি বাইক পরিষ্কার করেছেন, এটিই তাঁর বাইকের প্রতি ভালবাসা,” । তৃতীয় একজন লিখেছেন “এটাই কিংবদন্তির সরলতা। বাইকের প্রতি মাহি ভাইয়ের আবেগের ছবি এখানে স্পষ্ট"।