New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-50.jpg)
পণের দাবিতে স্ত্রীকে কুয়োতে ঝুলিয়ে রাখল স্বামী।
ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে পুলিশ।
পণের দাবিতে স্ত্রীকে কুয়োতে ঝুলিয়ে রাখল স্বামী।
পণের দাবিতে স্ত্রীকে কুয়োতে ঝুলিয়ে রাখল স্বামী। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে নামে পুলিশ। মধ্যপ্রদেশের এই ঘটনায় নিন্দার ঝড় দেশ জুড়ে। ইতিমধ্যেই এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে মধ্যপ্রদেশের পুলিশ। ঘটনাটি ঘটেছে ২০ আগস্ট নিমুচে।
রাকেশ নামে এক ব্যক্তি তার স্ত্রী ঊষাকে একটি কুয়োয় ঝুলিয়ে ৫ লক্ষ টাকা পনের দাবি করে বলেই অভিযোগ। পরে তিনি ভিডিওটি তার স্ত্রীর বাপের বাড়িতে পাঠান, এরপর গ্রামের কিছু লোকের সাহায্য নিয়ে মেয়েকে ‘উদ্ধার’ করে বাপের বাড়ি নিয়ে আসেন ঊষার বাড়ির লোকজন। বিষয়টি পুলিশকে জানানোর পর রাকেশকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিষয়ে মন্তব্য করে পুলিশ জানিয়েছে, পণের দাবি না মেটায় এই কাণ্ড ঘটায় অভিযক্ত। মহিলার বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করা হয়েছে। জানা গিয়েছে মেয়েটির পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করে অভিযুক্ত । সেই টাকা না পেয়েই এই কাণ্ড ঘটান তিনি।