Advertisment

‘সরকারি চাকুরিরতা মেয়ে চাই, আমি পণ দিতেও রাজি’, ভরা বাজারে দাঁড়িয়েই বিয়ের আজব 'আবদার'

মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
adhya pradesh, marriage, dowry, poster, twitter, viral video

বিয়ের জন্য মেয়ে চেয়ে পোস্টার হাতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যুবক। তাতে যা দাবি করা হয়েছে তা দেখে সকলেরই চোখ কপালে। কী লেখা হয়েছে সেই প্ল্যাকার্ডে? তাতে লেখা হয়েছে “বিয়ের জন্য আমি সরকারি চাকুরিরতা মেয়ে চাই। আমি তাকে ‘যৌতুক’ দিতেও রাজি।" এমন এক যুবকের ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে  যেখানে একটি পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে এক যুবককে। তাতে লেখা আছে, “বিয়ের জন্য আমি সরকারি চাকুরিরতা মেয়ে চাই। আমি তাকে ‘যৌতুক’ দিতেও রাজি।"  ভিডিওটি ২২ জানুয়ারি ছিন্দওয়ারার ফাউন্টেন চক, কামানিয়া গেট সৈকত বাজারে শ্যুট করা হয়েছিল। যে যুবক পোস্টার হাতে রাস্তায় দাঁড়িয়ে ছিল, তার বার্তা দেখে মানুষজন একেবারে বিস্মিত।  

publive-image
‘সরকারি চাকুরিরতা মেয়ে চাই, আমি পণ দিতেও রাজি’, ভরা বাজারে পোস্টার হাতে বিয়ের আজব আবদার যুবকের  

ভিডিওটিতে দেখা যাচ্ছে বিকাশ মালভি নামে এক যুবক বাজারের মাঝখানে একটি পোস্টার ধরে দাঁড়িয়ে আছেন। পোস্টারে লেখা, “আমি বিয়ের জন্য সরকারি চাকুরিরতা মেয়ে চাই। আমি তাকে যৌতুক দিতেও রাজি।" যে সমাজে মেয়েদের যৌতুকের নামে নানান অত্যাচার সহ্য করতে হয়, বিকাশ মালভির পোস্টার মানুষকে মুগ্ধ করেছে। কুন্ডি মহল্লার বাসিন্দা বিকাশ একজন সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর। এই ভিডিওটি তৈরির কারণ ছিল বিকাশ বাকী সকলের থেকে আলাদা কিছু করতে চেয়েছিলেন।

Viral Video weeding viral video
Advertisment