scorecardresearch

ভিড়ের মধ্যে উড়ে এল ‘চুলকানি পাউডার’, চুলকাতে চুলকাতে নাস্তানাবুদ মন্ত্রীমশাই, দেখুন viral video

ভিডিও ঘিরে হাসির রোল…….!

Brajendra Singh Yadav,Brijendra Singh Yadav,Madhya Pradesh,MP Minister Itching,Trending Video,viral video
ভিড়ের মধ্যে উড়ে এল চুলকানি পাউডার, চুলকাতে চুলকাতে নাস্তানাবুদ মন্ত্রীমশাই

গা-হাত-পা চুলকাতে চুলকাতে গায়ের ফতুয়াই খুলে ফেললেন মন্ত্রী। রাস্তার কল খুলে গায়ে জলও ঢাললেন মন্ত্রীমশাই। চুলকাতে চুলকাতে নাস্তানাবুদ অবস্থা! আর মন্ত্রীমশাইয়ের এমন অবস্থা দেখে সকলেই সেই ঘটনা ফ্রেমবন্দী করেন। মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। মধ্যপ্রদেশের অশোক নগরের মুঙ্গাভালি বিধানসভায় রাজ্যের মন্ত্রী ব্রজেন্দ্র সিং যাদবের সঙ্গে বিজেপি কর্মীরা একটি ‘বিকাশ যাত্রা’ বের করছিলেন। এ সময় প্রতিমন্ত্রীর গায়ে উড়ে এল চুলকানি পাউডার। হঠাৎ করেই চুলকানি শুরু হয় মন্ত্রীমশাইয়ের।

এর পর প্রতিমন্ত্রী ব্রজেন্দ্র সিং যাদবকে সভা থেকে কিছুটা দূরে গিয়ে কুর্তা খুলে মুখ ও হাত রাস্তার কলে ধুয়ে নিতে দেখা যায়। এরই মধ্যে কেউ একজন পুরো ঘটনার ভিডিও তৈরি করেন সোশ্যাল মিডিয়ায়। পরে তা ভাইরাল হয়। ভিডিওতে মন্ত্রীমশাইকে বলতে শোনা যায়, “কেউ চুলকানি পাউডার ছুঁড়ে মেরেছে”।

রাজ্য সরকারের পিএইচই মন্ত্রী ব্রিজেন্দ্র সিং যাদব তার নিজের নির্বাচনী এলাকা মুঙ্গাওয়ালিতে বিকাশ যাত্রা বের করেন।এমন পরিস্থিতিতে তাকে এমন এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হবে তা তিনি ঘুণাক্ষরে ভাবেন নি। মন্ত্রীমশাইয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিওটি দেবার্চি গ্রামের। মঙ্গলবার রাতে মন্ত্রী ব্রিজেন্দ্র সিং যাদবের গায়ে চুলকানি পাউডার উড়ে আসতেই, তার সারা শরীরে চুলকানি শুরু হয়। এর পরে যা হল তা দেখে হাসির রোল। ভিডিওতে মন্ত্রীমশাইকে কুর্তা খুলে ফেলে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সাবান দিয়ে হাত-মুখ ধুতে দেখা যায়।

আরও পড়ুন: [ ফুচকা বিক্রি করছেন ওটা কে? চমকে উঠল নেটপাড়া! ]

মধ্যপ্রদেশের শিবরাজ সরকার ‘উন্নয়নের’ খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আয়োজন করা হয়েছে বিকাশ যাত্রা। বিকাশ যাত্রায় জনপ্রতিনিধিরা সরকারের পরিকল্পনার কথা বলছেন। ভাইরাল ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, “ভিড়ের মধ্যে থেকে কেউ একজন পাউডার জাতীয় কিছু ছুঁড়ে মারাতেই আমার এই অবস্থা”। এর পর মন্ত্রীকে কুর্তা খুলে গেঞ্জি গায়ে হাত-মুখ ধুতে দেখা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মঙ্গলবার রাতের এই ভিডিও সোশ্যাল মিডিয়ার সংবাদ শিরোনামে

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Madhya pradesh minister brajendra singh yadav removes kurta washes himself after itching powder thrown at him during vikas yatra