New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/01/Jg4k0J4AXUlqq6CFrkT3.jpg)
গাঁজা কেসে আটক মহাকুম্ভের ভাইরাল IITian Baba
গাঁজা কেসে আটক মহাকুম্ভের ভাইরাল IITian Baba
IITian Baba Detained by Rajasthan Police: জয়পুর পুলিশ IITian বাবা অভয় সিংকে আটক করেছে। সোশ্যাল মিডিয়ায় তিনি আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। পুলিশ তাঁর অবস্থান খুঁজে বের করে এবং জয়পুরের ঋদ্ধি-সিদ্ধি এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে। বাবার কাছ থেকে গাঁজা ও আরও কিছু মাদকদ্রব্যও পাওয়া গেছে। IITian বাবা নামে পরিচিত অভয় সিং সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার হুমকি পোস্ট করেছিলেন। এরপরই তৎপর হয় পুলিশ। পুলিশ জয়পুরের ঋদ্ধি-সিদ্ধির একটি হোটেলে তাঁর অবস্থান খুঁজে বের করে। শিপ্রপথ থানার সিআই রাজেন্দ্র গোদারা তাঁর দল নিয়ে হোটেলে পৌঁছে বাবাকে আটক করে।
হোটেলের রুমে তল্লাশির সময় পুলিশ গাঁজা ও আরও কিছু নেশাদ্রব্য উদ্ধার করে। এরপর পুলিশ বাবাকে থানায় নিয়ে যায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং বাবা কেন আত্মহত্যার হুমকি দিয়েছেন তা জানার চেষ্টা করছে। এছাড়া তাঁদের কাছে পাওয়া মাদকের উৎসও খতিয়ে দেখা হচ্ছে। বাবার বিরুদ্ধে ইতিমধ্যে কোনও মামলা দায়ের করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন টিভি শো'তে 'দেদার মার', অভিমানে ধরনায় IITian বাবা
এ ক্ষেত্রে অভয় সিং ওরফে IITian বাবা বলেন, 'একটু প্রসাদ (গাঁজা) পাওয়া গেছে। আমি পুলিশকে বললাম এখন এই প্রসাদের উপর মামলা করলে কুম্ভের সময় এত লোক যে পান করেছেন, সবাইকে গ্রেফতার করতে হবে। এটা ভারতের মধ্যেই চলে এসব।’ এনডিপিএস ধারায় মামলায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।