New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/27/oJB6aqv6avL1kNn3IeV6.jpg)
ভারতীয় ও গ্রীক সাংস্কৃতির এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল প্রয়াগরাজের মহাকুম্ভ Photograph: (ফাইল চিত্র)
ভারতীয় ও গ্রীক সাংস্কৃতির এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল প্রয়াগরাজের মহাকুম্ভ Photograph: (ফাইল চিত্র)
Maha Kumbh mela 2025: ভারতীয় ও গ্রীক সংস্কৃতির ঐতিহ্যের এক অন্যন্য মিশ্রণ! প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভকে স্মরণীয় করে রাখতে অভিনভ কাণ্ড ঘটালেন গ্রিসের এক তরুণী। সনাতনে আকৃষ্ট এই গ্রীক তরুণী মহাকুম্ভে বিয়ে করেছেন এক এক ভারতীয় যুবককে। যে ঘটনা ইতিমধ্যেই ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভারতীয় ও গ্রীক সাংস্কৃতির এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকল প্রয়াগরাজের মহাকুম্ভ! সিদ্ধার্থকে ভালোবেসে সনাতন মতে বিয়ে করেন গ্রীসের পেনেলোপ। মহাকুম্ভের মাটিতেই চারহাত এক হল।
নিজের পছন্দের মানুষকে কাছে পেয়ে আপ্লুত সিদ্ধার্থ। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, "আমরা একে অপরকে বিয়ে করে খুবই আনন্দিত। এটা আমাদের কাছে ছিল বিশেষ এক খুশির মুহূর্ত। আমরা এই স্বপ্নের মুহুর্তকে আরো বিশেষ করে মহাকুম্ভকে বেছে নিয়েছিলাম।" যুবতী জানান, সঠিক সময়ে, সঠিক স্থানে এই বিয়ে করতে পেরে আমি খুশি।
'কন্যাদান' করেন জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী যতীন্দ্রানন্দ গিরি। যুবতীর মা এবং আত্মীয় স্বজনরা অনুষ্ঠান উপলক্ষ্যে মহাকুম্ভে হাজির ছিলেন। জানা গিয়েছে, কয়েক বছর আগে সনাতন ধর্মে আকৃষ্ট হন ওই যুবতী ও তাঁর পরিবার। গোটা পরিবারই শিব ভক্ত। বিয়ে প্রসঙ্গে যতীন্দ্রানন্দ গিরি জানিয়েছেন, 'হিন্দু রীতি অনুসারে চারহাত এক হয়েছে। দুজনেই এই বিয়েতে দারুণ খুশি'।