Maha Kumbh yatra 2025: মহাকম্ভে বিভীষিকার যাত্রা! স্টেশনে ট্রেন থামতেই চলল ঘুষি, ভাঙল কাঁচ, আতঙ্কে চিৎকার যাত্রীদের, দেখুন ভিডিও

Maha Kumbh yatra 2025: প্রচণ্ড ভিড়ে এসি কোচের দরজা বন্ধ থাকায় ট্রেনে উঠতে না পেরে এসি কোচের জানলার কাঁচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল।

author-image
IE Bangla Web Desk
New Update
madhubani station train ac coach viral news

মহাকম্ভে বিভীষিকার যাত্রা! স্টেশনে ট্রেন থামতেই চলল ঘুষি, ভাঙল কাঁচ, আতঙ্কে চিৎকার যাত্রীদের, দেখুন ভিডিও

Madhubani Station: মহাকুম্ভে যাওয়ার জন্য উপচে পড়ছে ভিড়। এর মাঝেই সামনে এসেছে এক তোলপাড় ফেলা ভিডিও। যেখানে দেখা যাচ্ছে প্রচণ্ড ভিড়ে এসি কোচের দরজা বন্ধ থাকায় ট্রেনে উঠতে না পেরে এসি কোচের জানলার কাঁচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। 

Advertisment

সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে মধুবনী স্টেশনে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে বলেই জানা গিয়েছে। যাত্রীরা জানিয়েছেন স্টেশনে ভক্তদের ভিড় এতটাই বেশি ছিল যে গেট না খোলায় উত্তেজিত হয়ে পড়েন যাত্রীরা। এরপরই ঘুষি মেরে বগির কাঁচ ভেঙে ফেলেন তাদের মধ্যে বেশ কয়েকজন। এই ঘটনায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভেতরে বসা যাত্রীরা জানালার কাঁচের টুকরোয় আহত হন এবং তারা এর বিরুদ্ধে প্রতিবাদও করেন। তবে কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয় এবং ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। 

স্থানীয় মানুষ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এত ভিড় থাকা সত্ত্বেও, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। উত্তরপ্রদেশ সরকার এবং রেল প্রশাসন ভিড় নিয়ন্ত্রণের জন্য ক্রমাগত আবেদন জানাচ্ছে, কিন্তু ভক্তরা সেকথা কানেই তুলছে না। সূত্রের খবর, প্রয়াগরাজে প্রচুর ভিড়ের কারণে প্রশাসন যাত্রীদের বারে বারে সতর্ক করছে। ভিড়ের কারণে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে। রেলওয়ে প্রশাসন যাত্রীদের শান্ত ভাবে  ট্রেনে ওঠা-নামা করতে অনুরোধ করেছে।

Mahakumbh 2025