Advertisment

Mahakumbh Maala Waali Viral Video: 'চোখের ইশারায়' কোটি কোটি মানুষের মন জয়! মালা বিক্রেতা থেকে হয়ে উঠলেন রাতারাতি সোশ্যাল মিডিয়ায় সেনসেশন

Mahakumbh Maala Waali Viral Video: মেলা এলাকায় মালা হাতে ব্যবসা করা এই মেয়েটির সঙ্গে ছবি তোলার জন্য লোকজনকে পিছনে দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahakumbh Maala Waali Viral Video

ইউজাররা মালা বিক্রেতা তরুণীর ভাইরাল হওয়া রিলে রীতিমত মুগ্ধ। Photograph: (ফাইল ছবি)

Mahakumbh Maala Waali Viral Video: ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে  মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় দূর-দূরান্ত থেকে অনেকেই নানান সামগ্রী বিক্রি করতে ভিড় জমাচ্ছেন খানিক মুনাফার আশায়। এমন পরিস্থিতিতে, ইন্দোরের মোনালিসা নামে এক কিশোরী মালা বিক্রি করতে মহাকুম্ভ মেলায় এসেছে। তার চোখের সৌন্দর্য্যে মুগ্ধ সকলেই। সকলেই তার সঙ্গে স্রেফ একটা সেলফি তুলতে ভিড় জমাচ্ছেন।  মালা বিক্রির পাশাপাশি মোনালিসার নানা মজার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। ইউজাররা মালা বিক্রেতা তরুণীর ভাইরাল হওয়া রিলে রীতিমত মুগ্ধ।  

Advertisment

মোনালিসার অনেক ভিডিও ইন্টারনেটে ভাইরাল। যেখানে, তার নাম, ঠিকানা বলার পাশাপাশি, তাকে বিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তরও দিতে দেখা যাচ্ছে।@janta_darbaar123 ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিওতে, এক ব্যক্তিকে মালা বিক্রি করা মেয়েটির সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। সেখানে ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে  সুন্দর চোখের কারণেই মানুষ তোমার সাথে ছবি তুলতে চাইছে। যার উত্তরে সে বলে যে সে এখন ভাইরাল। মেলা এলাকায় মালা হাতে ব্যবসা করা এই মেয়েটির সঙ্গে ছবি তোলার জন্য লোকজনকে পিছনে দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে।

ভিডিওতে, ব্যক্তিটি মোনালিসার সাথে ছবি তোলার জন্য তার চারপাশে জড়ো হওয়া ভিড়ের ছবি দেখিয়েছেন।  @shivam_bikaneri_official নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিওটি পোস্ট করেছেন। যেখানে সে তাকে জিজ্ঞাসা করে যে মেয়েটিকে তিনি জিজ্ঞাসা করলেন সে কোথা থেকে এসেছে। যার উত্তরে মেয়েটি জানায় 'আমি ইন্দোর থেকে এসেছি।' 

Advertisment

ইনস্টাগ্রামে পোস্ট করা আরেকটি ভিডিওতে, মেয়েটিকে বিয়ে নিয়ে এক প্রশ্ন করতে দেখা যায়। যার উত্তরে মেয়েটি জানায় আমার বয়স মাত্র ১৬ বছর। তারপর ব্যক্তি মেয়েটির থেকে জানতে চান তুমি কি এমন কাউকে পছন্দ করো যে এত ইউটিউবার তোমার খোঁজ করছে? এই প্রশ্নের উত্তরে মেয়েটি বলে, 'না সবাই আমার ভাইয়ের মতো'। একদিকে ব্যবহারকারীরা তার চোখ এবং সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। অন্যদিকে, তার কথা শোনার পর, কিছু লোককে তার মূল্যবোধের প্রশংসা করতে দেখা যায়। 

Mahakumbh 2025
Advertisment